Online Gaming: কোটি টাকা জিততেই সাসপেন্ড সাব ইন্সপেক্টর!

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 19, 2023 | 11:26 AM

Police: মাস গেলে বেতন পান হাজার তিরিশেক টাকা। সেই কি না কোটি টাকার মালিক! তাও আবার রাতারাতিই হয়ে উঠেছেন কোটিপতি। খবর জানতে পেরেই ওই সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করল পুলিশ বিভাগ।

Online Gaming: কোটি টাকা জিততেই সাসপেন্ড সাব ইন্সপেক্টর!
সাসপেন্ড হওয়া পুলিশ কন্সটেবল।
Image Credit source: Twitter

Follow Us

পুণে: পেশায় সাব ইন্সপেক্টর। মাস গেলে বেতন পান হাজার তিরিশেক টাকা। সেই কি না কোটি টাকার মালিক! তাও আবার রাতারাতিই হয়ে উঠেছেন কোটিপতি। খবর জানতে পেরেই ওই সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করল পুলিশ বিভাগ। অভিযোগ, অসদাচরণ ও পুলিশ বিভাগের ভাবমূর্তি নষ্ট করেছেন তিনি। কী এমন কাজ করে কোটিপতি হলেন ওই সাব ইন্সপেক্টর? কেনই বা তাঁর বিরুদ্ধে ভাবমূর্তি নষ্টের অভিযোগ আনল বিভাগ?

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণেতে। পিম্পরি-চিন্চওয়াদ পুলিশ স্টেশনেই সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন সোমনাথ ঝেন্দে নামক ওই ব্যক্তি। সম্প্রতিই তাঁর নেশা লাগে অনলাইন গেমের। একটি অনলাইন গেমিং অ্য়াপ, যেখানে খেলায় জিতলে আর্থিক পুরস্কার দেওয়া হয়, সেই অ্যাপেই গেম খেলতেন ওই পুলিশ কর্মী। এভাবেই গেম খেলে সম্প্রতি তিনি দেড় কোটি টাকা জেতেন।

বিপুল পরিমাণ এই টাকা জেতার কথা নিজে কাউকে না বললেও, লোকমুখে সেই কথা প্রচার হয়ে যায়। খবর পৌঁছয় তাঁর বিভগেও। এরপরই তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়।  সেই তদন্তে জানা যায়, বিনা অনুমতিতেই অনলাইন গেম খেলতেন ওই পুলিশকর্মী। এমনকী, টাকা জেতার পরে তিনি ইন্টারভিউও দেন পুলিশ ইউনিফর্ম পরেই। এই বিষয়টি সামনে আসতেই বিভাগের তরফে ওই পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়।

পুলিশের ডেপুটি কমিশনার স্বপ্না গোরের নেতৃত্বে এই তদন্ত হয়। তিনি বলেন, “ওই সাব ইন্সপেক্টর বিনা অনুমতিতেই অনলাইন গেম খেলেছেন। এর জন্য তাঁকে সাসপেন্ড করা হয়েছে। এই সাজা বিভাগের বাকি কর্মীদেরও বার্তা দেবে যে এই ধরনের অনলাইন গেম খেলা থেকে তাঁরা যেন বিরত থাকেন। নাহলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা করা হবে।”

Next Article