চাপ চাপ রক্ত আর দলা পাকানো দেহ রাস্তায় পড়ে, পিছন থেকে এমন ধাক্কা মারল ইনোভা যে ট্রাকের নীচে ঢুকে গেল ভ্যান!

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 24, 2025 | 7:12 AM

Accident: টেম্পো ভ্যানে এক মহিলা, তার ছেলে সহ মোট চারজন ছিলেন। হাসপাতাল থেকে ফিরছিলেন তারা। সংঘর্ষের পর তাদের হাসপাতালে নিয়ে গেলে, সেখানেই তাদের মৃত্যু হয়। টেম্পো ট্রাকের নীচে ঢুকে যাওয়ায়, দেহগুলি কার্যত পিষে যায়।

চাপ চাপ রক্ত আর দলা পাকানো দেহ রাস্তায় পড়ে, পিছন থেকে এমন ধাক্কা মারল ইনোভা যে ট্রাকের নীচে ঢুকে গেল ভ্যান!
দুর্ঘটনাগ্রস্ত ভ্যানটিকে বের করা হচ্ছে।
Image Credit source: X

Follow Us

লখনউ: বীভৎস, মর্মান্তিক। গাড়ির সঙ্গে টেম্পোর ধাক্কা, তারপরে ধাক্কা ট্রাকের সঙ্গে। পরপর তিনটি গাড়ি দুর্ঘটনার মুখে। সংঘর্ষে প্রাণ গেল চারজনের। গুরুতর জখম আরও সাতজন। ধাক্কার অভিঘাত এতটাই বেশি ছিল যে ট্রাকের নীচে ঢুকে যায় টেম্পো ভ্যানটি।

বৃহস্পতিবার রাতে উত্তর প্রদেশের লখনউয়ে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। পরপর তিনটি গাড়ির সংঘর্ষ হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রাকটি সবার আগে ছিল। তার পিছনে ছিল টেম্পো ভ্য়ান। হঠাৎ পিছন থেকে এসে একটি টয়োটা ইনোভা এসইউভি ধাক্কা মারে টেম্পোয়। এত জোরে সেই ধাক্কা লাগে যে টেম্পোটি ট্রাকে গিয়ে ধাক্কা মারে এবং ট্রাকের নীচে ঢুকে যায়।

টেম্পো ভ্যানে এক মহিলা, তার ছেলে সহ মোট চারজন ছিলেন। হাসপাতাল থেকে ফিরছিলেন তারা। সংঘর্ষের পর তাদের হাসপাতালে নিয়ে গেলে, সেখানেই তাদের মৃত্যু হয়। টেম্পো ট্রাকের নীচে ঢুকে যাওয়ায়, দেহগুলি কার্যত পিষে যায়। গুরুতর জখম হয়েছেন পিছনের এসইউভি গাড়িতে থাকা যাত্রীরাও। আহত সাতজন।

দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দা ও পথচলতি মানুষই প্রথম এসে আহতদের উদ্ধার করেন। পরে পুলিশ আসে। ক্রেন দিয়ে ট্রাকের নীচ থেকে টেম্পো ভ্যানটিকে বের করা হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Next Article