নয়া দিল্লি: সংসদে ফাঁকা মাঠে গোল কেন্দ্রের। লোকসভা ও রাজ্যসভার অর্ধেকেরও বেশি বিরোধী সাংসদই সাসপেন্ড হয়েছেন। কার্যত ফাঁকা সংসদের দুই কক্ষ। আর বিরোধীদের অনুপস্থিতিতেই লোকসভায় বুধবার পাশ হয়ে গেল ফৌজদারী সংক্রান্ত তিনটি বিল। ভারতীয় দণ্ডবিধিতে আমূল পরিবর্তন করেই এই ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য সংহিতা আনা হয়েছে কেন্দ্রের তরফে। লোকসভায় এই বিল পাশ হয়ে যাওয়ায় বেজায় চটে বিরোধীরা। এবার তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন নতুন ফৈজদারী আইন সংক্রান্ত বিলগুলিকে চ্যালেঞ্জ করে। এমনটাই সূত্রের খবর।
জানা গিয়েছে, লোকসভায় ধ্বনি ভোটে ফৌজদারী সংক্রান্ত তিন বিল-ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য সংহিতা পাশ হতেই বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র সদস্যরা এই খসড়া আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তাভাবনা শুরু করেছে। রাজ্যসভাতেও এই বিল পাশ হয়ে গেলে, বিরোধীরা তিন বিলের খামতি খুঁজে শীর্ষ আদালতের দ্বারস্থ হবে। রাজ্যসভার কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভি বিরোধীদের হয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়তে পারেন।
বুধবার অধিবেশন শেষে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাড়িতে বৈঠকে বসেন বিরোধী নেতারা। সেখানেই তাঁরা ফৌজদারী সংক্রান্ত তিন বিলকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে তৃণমূলের সাংসদ সৌগত রায় বলেন, “আমরা বিলগুলি নিয়ে আলোচনা করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে প্রস্তাবিত আইনে যে ভুল-ত্রুটিগুলি রয়েছে, তা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হবে।”
সূত্রের খবর, বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন ও সন্ত্রাস দমন আইন নিয়েই সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করতে পারে ইন্ডিয়া জোট।