নয়াদিল্লি: প্রযুক্তির অগ্রগতি। আর সেই অগ্রগতির সুফল পৌঁছে যাচ্ছে দেশের প্রান্তিক এলাকায়ও। তারই একটি উদাহরণ মোবাইল পরিষেবা। দেশের প্রত্যন্ত গ্রামগুলিতে মোবাইল পরিষেবা পৌঁছে যাচ্ছে। তথ্য বলছে, দেশের ৬ লক্ষ ৪৪ হাজার ১৩১টি গ্রামের মধ্যে ৬ লক্ষ ২২ হাজার ৮৪০টি গ্রামে মোবাইল পরিষেবা পৌঁছে গিয়েছে। শুধু তাই নয়, ৪জি ইন্টারনেট পরিষেবার সুযোগও পাচ্ছেন প্রত্যন্ত গ্রামের বাসিন্দারা। দেশের ৬ লক্ষ ১৪ হাজার ৫৬৪টি গ্রামের বাসিন্দারা এখন ৪জি পরিষেবা পান।
গত বৃহস্পতিবার রাজ্যসভায় কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের প্রতিমন্ত্রী পি চন্দ্রশেখর একটি লিখিত জবাবে জানান, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের ৬ লক্ষ ২২ হাজার ৮৪০টি গ্রামে মোবাইল পরিষেবা পৌঁছে গিয়েছে। তিনি আরও জানান, কেন্দ্রের জনজাতি উন্নয়ন বিষয়ক মন্ত্রক বিশেষভাবে দুর্বল জনজাতি গোষ্ঠী অধ্যুষিত ৪ হাজার ৫৪৩টি গ্রামকে চিহ্নিত করে। প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান মিশনে ওই গ্রামগুলির মধ্যে ১ হাজার ১৩৬টি গ্রামে মোবাইল পরিষেবা পৌঁছে গিয়েছে।
তিনি আরও বলেন, “গ্রামীণ, প্রত্যন্ত ও পার্বত্য এলাকায় মোবাইল পরিষেবা পৌঁছে দিতে মোবাইল টাওয়ার বসিয়েছে কেন্দ্র। ডিজিটাল ভারত নিধির অধীনে একাধিক প্রকল্পের কাজ হয়েছে। বিশেষভাবে দুর্বল জনজাতি গোষ্ঠী অধ্যুষিত এলাকায়ও যাতে ৪জি পরিষেবা পাওয়া যায়, তার উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য খরচ ধরা হয়েছে ১ হাজার ১৪ কোটি টাকা।”