Gas Leak: নাকে আসছিল বোঁটকা গন্ধ, গুরুত্ব না দিয়েই পড়াচ্ছিলেন শিক্ষক, ২ মিনিটেই যা হয়ে গেল…, যমের সঙ্গে টানাটানি ১০টা জীবনের

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 16, 2024 | 11:04 AM

Gas Leak: মহেশ নগরে একটি কোচিং সেন্টারে পড়তে যায় বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী। পড়ানো চলাকালীনই হঠাৎ একটা বাজে গন্ধ আসতে শুরু করে। পড়ুয়াদের অস্বস্তি হতে শুরু করে।

Gas Leak: নাকে আসছিল বোঁটকা গন্ধ, গুরুত্ব না দিয়েই পড়াচ্ছিলেন শিক্ষক, ২ মিনিটেই যা হয়ে গেল..., যমের সঙ্গে টানাটানি ১০টা জীবনের
প্রতীকী চিত্র।
Image Credit source: Meta AI

Follow Us

জয়পুর: কোচিং সেন্টারে পড়তে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ল পড়ুয়ারা। হাসপাতালে ভর্তি করাতে হল কমপক্ষে ১০ জন পড়ুয়াকে। প্রাথমিকভাবে অনুমান, কোচিং সেন্টারে কোনও প্রকার বিষাক্ত গ্যাস লিক করে, সেখান থেকেই অসুস্থ হয়ে পড়ে পড়ুয়ারা।

ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে। রবিবার সন্ধ্যায় মহেশ নগরে একটি কোচিং সেন্টারে পড়তে যায় বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী। পড়ানো চলাকালীনই হঠাৎ একটা বাজে গন্ধ আসতে শুরু করে। পড়ুয়াদের অস্বস্তি হতে শুরু করে। এর কিছুক্ষণ পরই একে একে পড়ুয়াদের শ্বাসকষ্ট হতে শুরু করে। কারোর মাথা ব্যথা, বমিও হয়। এরপরই তড়িঘড়ি পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মোট ১০ জন পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আইসিইউ-তে ভর্তি দুই পড়ুয়া। বাকিদের অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

কীভাবে গ্যাস লিক হল?

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোচিং সেন্টারের পাশে থাকা ড্রেন বা নর্দমা থেকেই বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। রান্নাঘরের জানালা খোলা থাকায়, সেখান থেকে বিষাক্ত গ্যাস ওই বাড়িতে ঢোকে এবং এর জেরেই অসুস্থ হয়ে পড়েন একাধিক পড়ুয়া।

Next Article