তিরুবনন্তপুরম: বছরের প্রথমদিন চার্চে চলছিল অনুষ্ঠান। সেখানেই হাজির হয়েছিলেন এলাকার সমস্ত মানুষ। দুপুরের খাওয়া-দাওয়ার ব্যবস্থাও করা হয়েছিল সেখানেই। সেই খাবার খাওয়ার পরই হল বিপত্তি। একে একে অসুস্থ হয়ে পড়লেন সকলে। কারোর লাগাতার বমি, কারোর আবার চূড়ান্ত পেট ব্যাথা। চার্চে খাবারে বিষক্রিয়া হওয়ায় অসুস্থ হয়ে পড়লেন ১০০ জনেরও বেশি। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। ঘটনাটি ঘটেছে কেরলের পাথানিমিত্তা জেলায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেরলের পাথানিমিত্তা জেলার কিজ়ভাইপুরের চার্চে ব্যাপটিজমের অনুষ্ঠান ছিল। সেখানে শতাধিক মানুষ আমন্ত্রিত ছিলেন। দুপুরে চার্চে খাবার খাওয়ার পরই একে একে অসুস্থ হয়ে পড়েন আমন্ত্রিতরা। ১০০-রও বেশি মানুষ একসঙ্গে অসুস্থ হয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অসুস্থ ব্যক্তিদের স্থানীয় হাসপাতালগুলিতে নিয়ে যাওয়া হয়েছে। অসুস্থদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক। বাকি আরও অনেকজন হাসপাতালে ভর্তি থাকলেও, তারা বর্তমানে বিপদমুক্ত বলেই জানানো হয়েছে।
একসঙ্গে শতাধিক মানুষের অসুস্থ হয়ে পড়ার ঘটনা জানতে পেরেই তদন্তের নির্দেশ দেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। ফুড সেফটি বিভাগকে দ্রুত তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, পুলিশের তরফে জানানো হয়েছে, শতাধিক ব্যক্তি খাবারে বিষক্রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হতেই তদন্ত শুরু করা হয়েছে। যে ক্যাটারিং সার্ভিস চার্চে খাবার পরিবেশন করেছিল, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।