নয়া দিল্লি: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলোচনার মধ্য দিয়ে সমাধানের উপর জোর দিচ্ছেন। সম্প্রতি, এসসিও শীর্ষ সম্মেলনের পাশে ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময়ও তিনি রুশ প্রেসিডেন্টকে সাফ জানিয়েছেন, “এটা যুদ্ধের সময় নয়।” বিজেপির তরুণ কার্যকর্তা থাকাকালীনই এই বিশ্বশান্তির বোধ তৈরি হয়েছিল নরেন্দ্র মোদীর মধ্যে। তখন থেকেই প্রধানমন্ত্রীর মধ্যে আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতির ভিত্তিতে ভারতের জন্য একটি বৈশ্বিক দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছিল। তাঁর অল্প বয়সের এক ডায়েরির পৃষ্ঠা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানেই এই বিষয়টি প্রকাশ পেয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) ছিল আন্তর্জাতিক শান্তি দিবস। এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডায়েরির ওই পৃষ্ঠা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। দেখা যাচ্ছে, চিরাচরিত ভারতীয় মূল্যবোধ ‘বসুধৈব কুটুম্বকম’, অর্থাৎ গোটা বিশ্ব একটি পরিবারই নরেন্দ্র মোদীর বৈশ্বিক দৃষ্টিভঙ্গির মূল ভিত্তি।
The seeds of an international vision for harmony and unity being sown in a young mind..
On #WorldPeaceDay here’s an excerpt from the diary of Narendra Modi, then a young BJP karyakarta.
[Handwritten, Personal Diary] #InternationalDayOfPeace pic.twitter.com/RNWJ3952cA
— Modi Archive (@modiarchive) September 21, 2022
শুধু তাঁর বৈশ্বিক দৃষ্টিভঙ্গি নয়, সব মিলিয়ে মোট ১০টি বিষয়ে তাঁর মনোভাব সংস্কৃত ভাষায় নিজে হাতে ওই ডায়েরির পাতায় লিপিবদ্ধ করেছিলেন নরেন্দ্র মোদী। দেখে নেও যাক আর কী কী বলেছেন তিনি –
আমাদের চেতনা, আমাদের প্রকৃতি হল – বৈচিত্র্যের মধ্যে ঐক্য।
কর্ম সংস্কৃতি – ত্যাগের পুরস্কার
কাজের ধরন – ঈশ্বর আমাদের সবাইকে রক্ষা করুন। আমাদের সকলকে একসঙ্গে লালনপালন করুন।
জাতীয় আকাঙ্খা – আমার জীবন আমার নিজের নয়, দেশের সেবায় উৎসর্গ করেছি।
বৈশ্বিক দৃষ্টিভঙ্গি – বসুধৈব কুটুম্বকম
নীতি হল – এগিয়ে চল, এগিয়ে চল।
স্বপ্ন হল – পুরো বিশ্বকে খুশি করা।
মর্যাদা হল – আমি রাজত্ব চাই না, স্বর্গও চাই না। চাই না পুনর্জীবনও।
শক্তি হল – বন্দে মাতরম্।
প্রাণ শক্তি হল – শত কোটি দেশবাসী এবং হাজার বছরের ঐতিহ্য।
২১ সেপ্টেম্বর গোটা বিশ্বজুড়ে আন্তর্জাতিক শান্তি দিবস পালন করা হয়। রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদ ২৪ ঘণ্টার জন্য অহিংসা ও যুদ্ধবিরতি পালনের মাধ্যমে শান্তির আদর্শকে শক্তিশালী করার জন্যই এই বিশেষ দিনটি ঘোষণা করেছে।