নয়াদিল্লি: সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর এ বছরের বৈঠক হবে ভারতে। সেই বৈঠকের আগে বূুধবার দিল্লিতে আয়োজিত হয়েছিল এসসিও অন্তর্ভুক্ত দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে বৈঠক। সেই বৈঠকে ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তিনি ওই বৈঠকে প্রথম বক্তৃতা দেন। সেই বৈঠকে যোগ দিতে পারে পাকিস্তান। তবে পাক প্রতিনিধি সশরীরে উপস্থিত হবেন না ভার্চুয়ালি যোগ দেবেন। এ বিষয়টি এখনও জানা যায়নি। তবে সূত্র মারফত পাকিস্তানের প্রতিনিধির বৈঠকে যোগ দেয়ার বিষয়টি জানা গিয়েছে। এর পরবর্তী এসসিও বৈঠক হবে দিল্লিতে। ২৭ থেকে ২৯ এপ্রিল সেই বৈঠকে থাকবেন এসসিও অন্তর্ভুক্ত দেশের বিদেশমন্ত্রীরা।
প্রসঙ্গত, ২০০১ সালে তৈরি হয়েছিল সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও)। এই প্ল্যাটফর্মে মোট ৮ জন স্থায়ী সদস্য রয়েছে। ভারত, পাকিস্তান, চিন, রাশিয়া, উজবেকিস্তান, কিরজিকস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান রয়েথে এসসিও-তে। এই দেশগুলির সরকাের মধ্যে যোগাযোগ বাড়িয়ে এশিয়ার এই অঞ্চলের সমৃদ্ধি বাড়ানোর লক্ষ্যে ঘঠিত হয় এসসিও। ভারত এসসিও পূর্ণ সদস্য হয়েছে ২০১৭ সালে। ৮টি স্থায়ী সদস্য দেশ ছাড়াও এসসিও-তে চার পর্যবেক্ষক দেশ রয়েছে। সেগুলি হল আফগানিস্তান, বেলারুস, ইরান এবং মঙ্গোলিয়া। এ ছাড়া ৬ ডায়ালগ পার্টনার রয়েছে এসসিও-তে। সেগুলি হল আর্মেনিয়া, আজেরবাইজান, কাম্বোডিয়া, নেপাল, শ্রীলঙ্কা এবং তুরস্ক।
এসসিও বৈঠক নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেছেন, “আমার মনে হয় পাকিস্তানি অফিসিয়ালরা এই বৈঠকে যোগ দিতে পারেন। বৈঠক যত কাছে আসবে তত বিষয়টি স্পষ্ট হবে।”