নয়া দিল্লি: ২০১৯ সালে পাস হয়েছিল আইন। তারপর কেটে গিয়েছে চার বছর। অবশেষে আরও এক লোকসভা নির্বাচনের ঠিক আগে কার্যকর করা হল সিএএ বা নাগরিকত্ব (সংশোধনী) আইন। সরকারের এই সিদ্ধান্তে দেশের একাংশের নাগরিকরা যেখানে ক্ষুব্ধ, উচ্ছ্বসিত পাকিস্তান থেকে আসা হিন্দু উদ্বাস্তুরা। বর্তমানে তাঁরা দিল্লিতে থাকেন। সোমবার এই বিতর্কিত আইন কার্যকর হওয়ায় দারুণ খুশি তাঁরা। তাঁরা জানিয়েছেন, অবশেষে তাঁদের ভারতীয় নাগরিক বলা হবে।
দিল্লিতে যে পাকিস্তানি হিন্দু উদ্বাস্তু সম্প্রদায় রয়েছে, তাদের নেতা হলেন ধরমবীর সোলাঙ্কি। সংবাদ সংস্থা পিটিআই-কে তিনি বলেছেন, তাঁদের সম্প্রদায়ের প্রায় ৫০০ জন এখন এই আইনের বলে ভারতের নাগরিকত্ব পাবেন। তিনি বলেছেন, “আমি এবং আমার পরিবার এক দশকেরও বেশি সময় ধরে এই সময়ের অপেক্ষায় ছিলাম। অবশেষে আমাদের ভারতীয় নাগরিক বলা হবে। আমরা সবাই এতে খুব খুশি। আজ মনে হচ্ছে, ভাগ্যিস ২০১৩ সালে আমি স্বদেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। মনে হচ্ছে আমাদের কাঁধ থেকে একটা বিশাল বোঝা তুলে নেওয়া হয়েছে। এই আইনটি কার্যকর করায়, এখানে বসবাসকারী প্রায় ৫০০ পাকিস্তানি হিন্দু উদ্বাস্তু পরিবার নাগরিকত্ব পাবে।”
সিএএ বিজ্ঞপ্তি জারির পর, মোদী সরকার এখন ভারতের তিন প্রতিবেশী মুসলিম দেশ থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হওয়া হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব দেবে। ২০১৯ সালের ডিসেম্বরে পাস হলেও, এই আইন নিয়ে দিল্লি-সহ দেশের বেশ কিছু অংশে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। সেই বিরোধিতার মুখে আইনটি কার্যকর করেনি সরকার। তবে, লোকসভা নির্বাচন ২০২৪-এর আগেই সিএএ কার্যকর করা হবে বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির বিভিন্ন নেতারা।