Pakistan Flight: ভারতের আকাশসীমায় ঢুকল পাক বিমান! চক্কর কাটল পঞ্জাবের উপর দিয়ে, তারপর…

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 08, 2023 | 10:56 AM

Air Traffic Control: ৪ মে রাত ৮টা ৪২ মিনিটে পঞ্জাবের ভিকিউইন্ড শহরের উপর দিয়ে উড়ে যায়। এরপরে বিমানটি তার্ন তারান শহরের উপর দিয়ে উড়ে ফের পাকিস্তান এয়ারস্পেসে প্রবেশ করে।

Pakistan Flight: ভারতের আকাশসীমায় ঢুকল পাক বিমান! চক্কর কাটল পঞ্জাবের উপর দিয়ে, তারপর...
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: ভারতের আকাশসীমায় ঢুকল পাকিস্তানি বিমান। বেশ কিছুক্ষণ ধরে উড়েও বেড়াল পঞ্জাবের আকাশ উপর দিয়ে। গোটা সময়টাই পরিস্থিতির দিকে কড়া নজর রাখল ভারতীয় সেনা বাহিনী। জানা গিয়েছে, গত সপ্তাহে ভারতীয় আকাশসীমায় প্রবেশ করে পাকিস্তানের আন্তর্জাতিক এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ জেটলাইনার। ওই বিমানটির লাহোর বিমানবন্দরে অবতরণ করার কথা থাকলেও, পাকিস্তানের আবহাওয়া খুব খারাপ থাকায় এবং ভারী বৃষ্টি হওয়ায়, ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়ে বিমানটি। বেশ পাকিস্তানের আবহাওয়া কিছুটা শোধরালে সে দেশে ফিরে যায় বিমানটি।

জানা গিয়েছে, গত ৪ মে পাকিস্তানি ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের পিকে-২৪৮ বিমানটি মাস্কাট থেকে পাকিস্তানের লাহোরের উদ্দেশে রওনা দেয়। কিন্তু পাকিস্তানে প্রবল বৃষ্টিপাত হওয়ায় বিমানটি লাহোরে অবতরণ করতে পারেনি।  সূত্রের খবর, দিল্লি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সমস্যার কথা জানানো হয় এবং কিছুক্ষণের জন্য রুট বদল করে ভারতের আকাশসীমায় প্রবেশ করে।  সঙ্গে সঙ্গে ভারতীয় বায়ুসেনাকেও এই বিষয়ে অবগত করে দিল্লি এয়ার ট্রাফিক কন্ট্রোল।  লাহোর ও দিল্লি এয়ার ট্রাফিক কন্ট্রোলের মধ্যে লাগাতার যোগাযোগ রাখা হচ্ছিল।

ফ্লাইট র‌্যাডার ২৪ নামক একটি ট্রাকার অ্যাপের তথ্য় অনুযায়ী, ৪ মে রাত ৮টা ৪২ মিনিটে পঞ্জাবের ভিকিউইন্ড শহরের উপর দিয়ে উড়ে যায়। এরপরে বিমানটি তার্ন তারান শহরের উপর দিয়ে উড়ে ফের পাকিস্তান এয়ারস্পেসে প্রবেশ করে। সেখানে বিমানটির রুট বদল করে লাহোরের বদলে মুলতান বিমানবন্দরে অবতরণ করা হয়।

প্রসঙ্গত, পাকিস্তানের আন্তর্জাতিক বেশ কিছু এয়ারলাইন্সের ভারতীয় আকাশসীমার উপর দিয়ে ওড়ার অনুমতি রয়েছে। পাকিস্তান থেকে কুয়ালালামপুর ও ব্যাঙ্ককগামী বিমানগুলি ভারতীয় আকাশসীমার উপর দিয়েই যায়। একইভাবে ভারতীয় বেশ কিছু আন্তর্জাতিক বিমানও পাকিস্তানি আকাশসীমার উপর দিয়ে যায়।

Next Article