Seema Haider: ‘র’ এজেন্টের রোল করবেন পাকিস্তানি সীমা? অডিশন নিল নামকরা প্রযোজনা সংস্থা

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 03, 2023 | 7:59 AM

Indian-Pakistani Love Story: জানি ফায়ারফক্স প্রোডাকশন হাউসের তরফে ইতিমধ্যেই সীমা হায়দারের সঙ্গে দেখা করা হয়েছে। মঙ্গলবার গ্রেটার নয়ডায় তাঁর অডিশনও নেওয়া হয়। ওই সিনেমার নাম 'অ্যা টেলর মার্ডার স্টোরি'।

Seema Haider: র এজেন্টের রোল করবেন পাকিস্তানি সীমা? অডিশন নিল নামকরা প্রযোজনা সংস্থা
সীমা হায়দার।
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: কথায় আছে, প্রেম মানে না কোনও বাধা। সেই প্রেমের টানেই পাকিস্তান (Pakistan) থেকে পালিয়ে ভারতে এসেছেন সীমা হায়দার (Seema Haider)। সঙ্গে চার সন্তানকেও নিয়ে এসেছেন। প্রেমিক সচিনের সঙ্গেই নতুন সংসার পেতেছেন পাক বধূ সীমা। তাদের নিয়ে এখনও আগ্রহ-আলোচনার অন্ত নেই। এদিকে পুলিশের সন্দেহ, পাকিস্তানি গুপ্তচর হতে পারে সীমা। সেই জন্য ইন্টেলিজেন্স ব্যুরো (Intelligence Bureau) ও উত্তর প্রদেশ এটিএস (UP ATS) লাগাতার জেরা চালাচ্ছে।  এরই মধ্যে সীমার জনপ্রিয়তাকে কাজে লাগাতে এবার আসরে নামল বলিউড। সব ঠিকঠাক থাকলে হয়তো রুপোলি পর্দায় দেখা যাবে পাকিস্তান থেকে পালিয়ে আসা সীমা হায়দারকে। জানা গিয়েছে, বি-টাউনের প্রযোজক অমিত জানি নিজের ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন সীমাকে।

সূত্রের খবর, জানি ফায়ারফক্স প্রোডাকশন হাউসের তরফে ইতিমধ্যেই সীমা হায়দারের সঙ্গে দেখা করা হয়েছে। মঙ্গলবার গ্রেটার নয়ডায় তাঁর অডিশনও নেওয়া হয়। ওই সিনেমার নাম ‘অ্যা টেলর মার্ডার স্টোরি’। উদয়পুরে কানাইয়া লাল নামক এক জামা-কাপড় সেলাই করার পেশার সঙ্গে যুক্ত যুবকের খুন, যা ঘিরে দেশজুড়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল, তার উপরই ভিত্তি করে এই সিনেমা তৈরি করা হচ্ছে।

ওই প্রযোজনা সংস্থা সূত্রে আরও জানা গিয়েছে, সীমা যদি রাজি হন, তবে তিনি এই সিনেমায় ‘র’ (RAW) অফিসারের ভূমিকায় অভিনয় করবেন। এদিকে পুলিশের সন্দেহ, পাকিস্তান থেকে পালিয়ে আসা সীমা আইএসআই এজেন্ট। সীমার পাশাপাশি তাঁর স্বামী সচিনও প্রযোজনা সংস্থা এবং সিনেমার দুই পরিচালকের সঙ্গে দেখা করেছেন।

গত মার্চ মাসেই পাকিস্তান থেকে পালিয়ে এসেছিল সীমা হায়দার। চার সন্তানকে নিয়ে সচিনের সঙ্গে নেপালে এসে দেখা করেন সীমা। সেখানেই ধর্মান্তরিত হন সীমা, এরপর সচিনকে বিয়ে করেন সীমা। নেপাল থেকে উত্তর প্রদেশে এসে সংসার পাতেন সীমা-সচিন।

Next Article