Pakistan Troops Fire on BSF : হাসিনার ভারত সফরের মাঝেই বিএসএফ জওয়ানের উপর গুলি বর্ষণ পাকিস্তানি সেনার, যোগ্য জবাব ভারতেরও

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Sep 06, 2022 | 1:57 PM

Pakistan Troops Fire on BSF : চারদিনের ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যেই জম্মুর আর্নিয়া সীমান্তে বিএসএফ জওয়ানদের টহলদারি বাহিনীকে লক্ষ্য করে গুলি বর্ষণ পাকিস্তানের সেনাবাহিনীর

Pakistan Troops Fire on BSF : হাসিনার ভারত সফরের মাঝেই বিএসএফ জওয়ানের উপর গুলি বর্ষণ পাকিস্তানি সেনার, যোগ্য জবাব ভারতেরও
প্রতীকী ছবি (সৌজন্যে : PTI)

Follow Us

শ্রীনগর : একদিকে চারদিনের ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যেই মঙ্গলবার জম্মুর আর্নিয়া সীমান্তে বিএসএফ (BSF) জওয়ানদের টহলদারি বাহিনীকে লক্ষ্য করে গুলি বর্ষণ পাকিস্তানের সেনাবাহিনীর। এই ঘটনায় কোনও প্রাণহানিপ খবর মেলেনি। এই আচমকা গোল বর্ষণের পাল্টা জবাবও দিয়েছেন বিএসএফ জওয়ানরা।

বিএসএফ-র মুখপাত্রের তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, ‘আজ সকালে আর্নিয়া সেক্টরে সতর্ক জম্মুর বিএসএফের টহলদারি বাহিনীর উপর পাক রেঞ্জারদের বিনা উস্কানিতে বিএসএফ জওয়ানদের উপর গুলি চালানোর উপযুক্ত জবাব দিয়েছে।’ সেই বিবৃতিতে আরও জানানো হয়েছে, ‘বিএসএফ জওয়ানদের কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি এবং কেউ জখমও হননি।’ প্রসঙ্গত, ভারত ও পাকিস্তান ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর আন্তঃসীমান্ত গুলিবর্ষণ সংক্রান্ত সমস্ত চুক্তি এবং বোঝাপড়া মেনে চলচে সম্মত হয়েছিল।

এদিন নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন,পাকিস্তানি সেনাদের গুলি চালানোর ঘটনা গত দেড় বছরে আগেও ঘটেছে। কিন্তু মঙ্গলবারের ঘটনাটিকে একটি বড় ঘটনা বলে উল্লেখ করেছিলেন তিনি। এই ঘটনা এমন একটি দিনে ঘটেছে যেদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী আলোচনার জন্য ভারতে এসেছেন। একজন দ্বিতীয় আধিকারিক জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনী ও বিএসএফ পাকিস্তানের এই হামলার যোগ্য জবাব দিয়েছে। প্রসঙ্গত, ২০২১ সালের চুক্তির আগে ২০২০ সালে ৫,১৩৩ টি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছিল। ২০১৯ সালে ৩,৪৭৯ টি এবং ২০১৮ সালে ২,১৪০ বার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করা হয়েছিল পাকিস্তানের তরফে।

Next Article