CDSCO: প্যারাসিটামল থেকে প্যান ডি, গুণমান পরীক্ষায় ব্যর্থ ৫৩টি বহুল ব্যবহৃত ওষুধ

Sep 25, 2024 | 8:39 PM

CDSCO quality tests: ৫০টিরও বেশি অতি পরিচিত এবং বহুল ব্যবহৃত ওষুধকে 'নট অব স্ট্যান্ডার্ড কোয়ালিটি' (NSQ) হিসাবে ঘোষণা করল ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা, ড্রাগস স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO)। বিশদে ওষুধগুলির গুণমান পরীক্ষা করে এই ঘোষণা করেছে সিডিএসসিও৷

CDSCO: প্যারাসিটামল থেকে প্যান ডি, গুণমান পরীক্ষায় ব্যর্থ ৫৩টি বহুল ব্যবহৃত ওষুধ
পরীক্ষায় ব্যর্থ অধিকাংশ ওষুধ
Image Credit source: Getty Images

Follow Us

নয়া দিল্লি: ৫০টিরও বেশি অতি পরিচিত এবং বহুল ব্যবহৃত ওষুধকে ‘নট অব স্ট্যান্ডার্ড কোয়ালিটি’ (NSQ) হিসাবে ঘোষণা করল ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা, ড্রাগস স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO)। বিশদে ওষুধগুলির গুণমান পরীক্ষা করে এই ঘোষণা করেছে সিডিএসসিও৷ এই তালিকায় রয়েছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি৩ সাপ্লিমেন্ট, ডায়াবেটিসের ওষুধ এবং উচ্চ রক্তচাপ বা হাই ব্লাডপ্রেসারের ওষুধ। এমনকি, কর্নাটক অ্যান্টিবায়োটিকস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি প্যারাসিটামল ট্যাবলেটের গুণমান নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় সংস্থাটি।

জানা গিয়েছে, প্রতি মাসে সিডিএসসিও-র রাজ্যের ওষুধ কর্তারা এলোমেলোভাবে বিভিন্ন ওষুধের গুণমান পরীক্ষা করেছেন। তার ভিত্তিতেই ‘নট অব স্ট্যান্ডার্ড কোয়ালিটি’-র সতর্কতা জারি করা হয়েছে। ওষুধ নিয়ন্ত্রক সংস্থাটি দেখেছে, ভিটামিন সি এবং ডি৩ ট্যাবলেট ‘শেলকল’, ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি ‘সফটজেল’, অ্যান্টিঅ্যাসিড ‘প্যান-ডি’, প্যারাসিটামল ট্যাবলেট ‘আইপি ৫০০ মিলিগ্রাম’, অ্যান্টি-ডায়াবেটিক ড্রাগ ‘গ্লিমেপিরাইড’ এবং উচ্চ রক্তচাপের ওষুধ ‘টেলমিসার্টান’-এর মতো ৫৩টি সর্বাধিক বিক্রিত ওষুধ তাদের গুণমান পরীক্ষায় ফেল করেছে।

এই ওষুধগুলি কারা তৈরি করে? হেটেরো ড্রাগস, অ্যালকেম ল্যাবরেটরিজ, হিন্দুস্তান অ্যান্টিবায়োটিকস লিমিটেড, কর্নাটক অ্যান্টিবায়োটিকস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড, পিওর অ্যান্ড কিউর হেলথকেয়ারের মতো নামী সংস্থাগুলি এই পরীক্ষায় ফেল করা ওষুধগুলি তৈরি করে।

আরও চমকে দেওয়া বিষয় হল সিডিএসসিও-র পরীক্ষায় ফেল করা এই ওষুধগুলি জাল ওষুধ হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। সংস্থাটি দুটি তালিকা প্রকাশ করেছে। একটিতে যে ওষুধগুলি গুণমান পরীক্ষায় ব্যর্থ হয়েছে, তাদের নাম রয়েছে। অন্য তালিকায় ওষুধগুলির নির্মাতাদের প্রতিক্রিয়া রয়েছে। দ্বিতীয় তালিকায়, একটি ওষুধ প্রস্তুতকারক দাবি করেছে, পরীক্ষায় ব্যর্থ হওয়া ওষুধগুলি যে ব্যাচের, সেগুলি তাদের তৈরি নয়। কাজেই, পরীক্ষা করা ওষুধগুলি জাল হতে পারে। আরও তদন্তে এই বিষয়টি স্পষ্ট হতে পারে। সান ফার্মা এবং গ্লেনমার্কের মতো ওষুধ প্রস্তুতকারকরাও একই ধরনের দাবি করেছে। তারাও জোর দিয়ে বলেছে যে তারা এই ওষুধগুলি তৈরি করেনি।

Next Article