নয়াদিল্লি: সংসদের শীতকালীন অধিবেশন কবে বসছে? তারিখ জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। মঙ্গলবার এক্স হ্যান্ডলে তিনি জানান, আগামী ২৫ নভেম্বর শীতকালীন অধিবেশন শুরু হবে। আর অধিবেশন চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। শীতকালীন অধিবেশনে কেন্দ্র ওয়াকফ সংশোধনী বিল পাশে ঝাঁপিয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
শীতকালীন অধিবেশন নিয়ে এদিন এক্স হ্যান্ডলে রিজিজু লেখেন, “কেন্দ্রীয় সরকারের সুপারিশ মেনে সংসদের শীতকালীন অধিবেশন শুরুতে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি।” ২৬ নভেম্বর সংবিধান দিবস। সংবিধান দিবসের ৭৫ তম বর্ষপূর্তি সেন্ট্রাল হলে পালন করা হবে বলে জানান কিরেণ রিজিজু।
Hon’ble President, on the recommendation of Government of India, has approved the proposal for summoning of both the Houses of Parliament for the Winter Session, 2024 from 25th November to 20th December, 2024 (subject to exigencies of parliamentary business). On 26th November,… pic.twitter.com/dV69uyvle6
— Kiren Rijiju (@KirenRijiju) November 5, 2024
রাজনীতির কারবারিরা বলছেন, শীতকালীন অধিবেশনে একাধিক বিল পাশের চেষ্টা করবে কেন্দ্র। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াকফ সংশোধনী বিল। লোকসভা ও রাজ্যসভায় বিলটি পাশের জন্য কেন্দ্র সর্বতোভাবে চেষ্টা করতে পারে। ওয়াকফ সংশোধনী বিলটি এই মুহূর্তে যৌথ সংসদীয় কমিটির কাছে বিবেচনার জন্য রয়েছে। যৌথ সংসদীয় কমিটি নিয়মিত এই বিল নিয়ে বৈঠক করছে। এই বিলের সঙ্গে সম্পর্কিত সবার সঙ্গে কথা বলছে।
শীতকালীন অধিবেশনে ‘এক দেশ এক নির্বাচন’ বিলও সংসদে পেশ করতে পারে কেন্দ্র। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক দেশ এক নির্বাচনের পক্ষে সওয়াল করেন। এক দেশ এক নির্বাচনের লক্ষ্যে তাঁর সরকার কাজ করে চলেছে বলে মন্তব্য করেন মোদী। তিনি বলেন, “এক দেশ এক নির্বাচন ভারতের গণতন্ত্রকে শক্তিশালী করবে। উন্নত ভারতের স্বপ্ন আরও গতি পাবে।” তবে এক দেশ এক নির্বাচনের বিরোধিতা করেছে কংগ্রেস। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গের কথায়, এক দেশ এক নির্বাচন অসম্ভব।