Youth died in explosion: নিচে বোমা, বাক্সের উপর বসে থাকার চ্যালেঞ্জ নিয়ে কী হল যুবকের, দেখুন ভিডিয়ো
Youth died in explosion: দীপাবলির রাতে মদ্যপ অবস্থায় সবরীশ ও তাঁর বন্ধুদের মধ্যে একটি চ্যালেঞ্জ হয়। নতুন অটোরিকশা পাওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করেন সবরীশ। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একটি বাক্সের উপর বসে রয়েছেন সবরীশ। তাঁর কয়েকজন বন্ধু ঘিরে রয়েছেন। তারপর ওই বাক্সের নিচে একটি বোমা রাখা হয়।
বেঙ্গালুরু: দীপাবলির রাতে বন্ধুদের মধ্যে চ্যালেঞ্জ। একটি বাক্সের নিচে বোমা ফাটানো হবে। সেইসময় ওই বাক্সে যে বসে থাকতে পারবে, তাকে নতুন অটোরিকশা দেওয়া হবে। আর এই চ্যালেঞ্জের জেরেই প্রাণ গেল এক যুবকের। ঘটনাটি বেঙ্গালুরু। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ঘটনার ভিডিয়ো।
পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম সবরীশ(৩২)। দীপাবলির রাতে মদ্যপ অবস্থায় সবরীশ ও তাঁর বন্ধুদের মধ্যে একটি চ্যালেঞ্জ হয়। নতুন অটোরিকশা পাওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করেন সবরীশ। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একটি বাক্সের উপর বসে রয়েছেন সবরীশ। তাঁর কয়েকজন বন্ধু ঘিরে রয়েছেন। তারপর ওই বাক্সের নিচে একটি বোমা রাখা হয়। একজন বোমায় আগুন ধরান। তারপর সবাই দূরে সরে যান। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঝুঁকে বোমাটিকে একঝলক দেখেন সবরীশ। সেকেন্ডের মধ্যে বোমাটি ফাটে। চারদিক ধোঁয়ায় ভরে যায়। নিচে পড়ে যান সবরীশ।
এই খবরটিও পড়ুন
কয়েক সেকেন্ডের মধ্যে দৌড়ে আসেন তাঁর বন্ধুরা। সবরীশকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু, সেখানে চিকিৎসা চলাকালীন ২ নভেম্বর তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দক্ষিণ বেঙ্গালুরুর ডেপুটি পুলিশ কমিশনার লোকেশ জগলাসর বলেন, “ঘটনায় খুনের অভিযোগ দায়ের হয়েছে। ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”
32-yr-old Shabarish d!ed after a box of Crackers burst under his butt in Konanakunte, South Bengaluru. His friends had promised to buy him an autorickshaw if he won the challenge of sitting on a box of bursting crackers pic.twitter.com/OHaxgOG2Oj
— Ghar Ke Kalesh (@gharkekalesh) November 4, 2024
প্রসঙ্গত, দীপাবলির রাতে আতশবাজির পোড়ানোর জেরে নানা ঘটনায় বেঙ্গালুরুতে ১৫০ জনের বেশি জখম ও অসুস্থ হয়েছেন। এই তথ্য জানিয়েছে কর্নাটকের স্বাস্থ্য দফতর। বেঙ্গালুরুর বিভিন্ন হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। বেশিরভাগই চোখ সংক্রান্ত ঘটনায় ভর্তি হয়েছেন। এমনকি, আতশবাজির জেরে শ্বাসপ্রশ্বাস সংক্রান্ত সমস্যা নিয়ে বয়স্করা ভর্তি হয়েছেন।