WAQF Bill: ওয়াকফ সংশোধনীতে এত আপত্তি কেন? কার লাভ, কার ক্ষতি?

WAQF Bill: ওয়াকফ সংশোধনীতে এত আপত্তি কেন? কার লাভ, কার ক্ষতি?

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Nov 29, 2024 | 7:53 PM

ওয়াকফ বিলে সংশোধনী এনেছে কেন্দ্র। যা নিয়ে তীব্র আপত্তি বিরোধীদের। সংসদ থেকে শুরু করে বিধানসভা, সর্বত্রই জোর শোরগোল। কিন্তু কেন ওয়াকফ বিল নিয়ে এত প্রতিবাদ? সৌদি আরব বা আরব দেশগুলিতে এতটা দাপট না থাকলেও, ভারতে কেন ক্ষমতাশালী হয়ে উঠল ওয়াকফ বোর্ড?

ওয়াকফ সম্পত্তি। সেনাবাহিনী ও রেলের পরে দেশে সবচেয়ে বেশি সম্পত্তি আছে এই ওয়াকফ বোর্ডের হাতে। ইসলামি আইন অনুসারে, দাতব্য ও ধর্মীয় সম্পত্তি হল ‘ওয়াকফ’। স্বাধীন ভারতে ১৯৫৪ সালে প্রথম ওয়াকফ আইন আসে। ১৯৯৫ সকে বর্তমান ওয়াকফ আইন নিয়ে আসা হয়। ২০১৩-এর সংশোধনীতে ওয়াকফ বোর্ডের ক্ষমতা বাড়ানো হয়। এবার সেই ওয়াকফ বিলে সংশোধনী এনেছে কেন্দ্র। যা নিয়ে তীব্র আপত্তি বিরোধীদের। সংসদ থেকে শুরু করে বিধানসভা, সর্বত্রই জোর শোরগোল। কিন্তু কেন ওয়াকফ বিল নিয়ে এত প্রতিবাদ? সৌদি আরব বা আরব দেশগুলিতে এতটা দাপট না থাকলেও, ভারতে কেন ক্ষমতাশালী হয়ে উঠল ওয়াকফ বোর্ড? কেন্দ্রের আনা ওয়াকফ সংশোধনীতে কী থাকছে? আর সংশোধনী নিয়ে কী বলছেন সংখ্যালঘুরা? সংশোধনে কার লাভ? কার ক্ষতি? এইসব তুলে ধরার চেষ্টা টিভি নাইন স্পেশালে। আজকের স্পেশাল, ওয়াকফ-রাজনীতি। দেখুন ভিডিয়ো।