Rabin Deb on TMC: 'মন্দির-মসজিদ কোথায়, সব সুপ্রিম কোর্ট বলছে', ওয়াকফ-প্রসঙ্গে বিস্ফোরক রবীন

Rabin Deb on TMC: ‘মন্দির-মসজিদ কোথায়, সব সুপ্রিম কোর্ট বলছে’, ওয়াকফ-প্রসঙ্গে বিস্ফোরক রবীন

আসাদ মল্লিক

|

Updated on: Dec 01, 2024 | 11:19 AM

CPI Leader on Trinamool: তৃণমূলের নবীন-প্রবীন দ্বন্দ্বের আবহে মুখ খুললেন রবীন দেব। তিনি জানান, 'তৃণমূল যখন থেকে জন্ম নিয়েছে, তখন থেকেই বিভেদ নিয়ে জন্ম নিয়েছে।' ওয়াকফ নিয়ে জটিলতা নিয়ে কী বললেন রবীন দেব?

কাটমানি ইস্যু থেকে আবাস যোজনা, রাজ্যের নানাবিধ প্রকল্প, এমনকি দলের অন্দরে নবীন-প্রবীণ দ্বন্দ্ব নিয়েও বর্তমানে জেরবার রাজ্যের শাসকদল। ভোট-পরীক্ষায় রাজ্যের ‘ফার্স্ট বয়’ এখন রীতিমত গলদঘর্ম হচ্ছে দলেরই নেতাদের সামাল দিতে। ‘শূন্য থেকে মহাশূন্যে বিলীন সিপিএম’, এমনটাই বলেছিলেন ঘাসফুল শিবিরের মুখপাত্র কুণাল ঘোষ। এবার সেই বামশিবিরেরই এক নেতার তীব্র কটাক্ষের মুখে তৃণমূল-কংগ্রেস।

ভারতের কমিউনিস্ট পার্টির (CPI) কেন্দ্রীয় সদস্য রবীন দেবের মতে, “নবীন-প্রবীণ কোনও দ্বন্দ্ব নয়, তৃণমূল দলটাই বিভেদের মধ্যে জন্ম নিয়েছে!” ব্যাখ্যা দিতে গিয়ে রবীনবাবুর বক্তব্যে উঠে এল তৃণমূল গঠনের ইতিহাস। তাঁর সাফ মন্তব্য, “১৯৯৮ সালের ১ জানুয়ারি তৃণমূলের জন্ম। তৃণমূল একটাই শব্দ, তবে ওরা করে দিল TMC অর্থাৎ তৃণমূল শব্দটাকেই ভেঙে দিল!” ওয়াকফ সংশোধনী বিল কবে রূপান্তরিত হবে আইনে? এ প্রশ্নের উত্তরেও জয়েন্ট পার্লামেন্টারি কমিটি টেনে রবীনবাবু ব্যাখ্যা দিলেও অধীর চৌধুরীর মন্তব্য প্রসঙ্গ এড়িয়ে যান বর্ষীয়ান নেতা।