Bengaluru Rains : বেঙ্গালুরুতে ডুবছে গাড়ি, ট্রাক্টরে চেপে অফিস যাচ্ছেন আইটি কর্মীরা, দেখুন ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Sep 06, 2022 | 8:03 PM

Bengaluru Rains : ভারী বৃষ্টিতে জলমগ্ন অবস্থা বেঙ্গালুরুতে। গাড়ির বদলে ট্রাক্টরে চেপে অফিস যাচ্ছেন আইটি কর্মীরা।

Bengaluru Rains : বেঙ্গালুরুতে ডুবছে গাড়ি, ট্রাক্টরে চেপে অফিস যাচ্ছেন আইটি কর্মীরা, দেখুন ভিডিয়ো
বৃষ্টিতে জল জমেছে রাস্তায়

Follow Us

বেঙ্গালুরু : অতি বৃষ্টির কারণে বেঙ্গালুরুর একাধিক জায়গায় জল জমে রয়েছে। গত তিনদিন ধরে বিপর্যস্ত সেখানকার জনজীবনের। ভেসে গিয়েছে ঘর বাড়ি। বিদ্যুৎ সরবরাহ বন্ধের পাশাপাশি জল সরবরাহেও কোপ পড়েছে। বেঙ্গালুরুর এই বর্তমান পরিস্থিতির জন্য অপরিকল্পিত নগরোন্নায়নকেই দায়ী করা হয়েছে। তবে এই পরিস্থিতির জন্য পূর্ববর্তী জেডিএস-কংগ্রেস সরকারকে দায়ী করেছেন কর্নাটকের বর্তমান মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। এদিকে বেঙ্গালুরুর জল জমা রাস্তার বেহাল দশার একাধিক ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। তার মধ্যে ভাইরালও হয়েছে কিছু ভিডিয়ো।

বেঙ্গালুরু সাধারণত আইটি হাব নামেই খ্যাত। এই সিলিকন ভ্যালিতে আইটি প্রফেশনালদের এবার ট্রাক্টরে চেপে অফিসে যেতে দেখা গেল। হ্যাল বিমানবন্দরের কাছে ইয়েমালুর জলমগ্ন হয়ে গিয়েছে। ফলে অফিসে পৌঁছোনোর জন্য ট্রাক্টরকেই বেছে নিয়েছেন আইটি কর্মীরা। এক আইটি কর্মী সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘আমরা অফিস থেকে এত ছুটি নিতে পারি না। এর ফলে আমাদের কাজের ক্ষতি হচ্ছে। ৫০ টাকায় আমাদের অফিস অবধি পৌঁছে দেওয়ার জন্য ট্রাক্টরের অপেক্ষা করছি।’ এদিকে আইটি সংস্থাগুলির এই বর্ষার কারণে যে ক্ষতি হয়েছে তা সরকারের তরফে পূরণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন বোম্মাই। প্রায় ২২৫ কোটি টাকা সরকারের তরফে দেওয়ার কথা বলা হয়েছে।

এদিকে বেঙ্গালুরুর এই অবস্থার জন্য পূর্ববর্তী কংগ্রেস সরকারকেই দায়ী করেছেন বোম্মাই। তিনি বলেছেন, ‘আগের কংগ্রেস সরকারের অপরিকল্পিত প্রশাসনের জন্যই এই ঘটনা ঘটেছে। হ্রদ ও বাফার জ়োনের ডানদিক, বামদিক ও মাঝখানে তাঁরা অনুমতি দিয়েছে।’ এদিকে গতকালই তিনি জানিয়েছিলেন, এই জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য ৩০০ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বেঙ্গালুরুর ট্রাফিক ব্যবস্থা এমনিতেই লোকের মুখে মুখে ঘোরে। এবার জল জমে থাকার কারণে ট্রাফিক চলাচলে আরও সমস্যা দেখা গিয়েছে। এমন ছবিও ধরা পড়েছে যে, গন্তব্যে পৌঁছোনোর জন্য মানুষজন ট্রাক্টর ব্যবহার করছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার খবর মিলেছে। মাণ্ডিয়াতে পাম্প হাউস জলের তলায়। তারপর থেকেই কিছু এলাকায় জল সরবরাহও বন্ধ হয়ে গিয়েছে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন,পাম্প হাউস পরিষ্কার করা হয়েছে। ৮ হাজারটি বোরওয়েলের মাধ্যমে আপাতত ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা জল পাবেন। যেখানে কোনও বোরওয়েল নেই সেখানে ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করা হবে। বেঙ্গালুরুর এই পরিস্থিতির জন্য অপরিকল্পিত নগরোন্নায়নের দিকেই আঙুল উঠেছে।

Next Article