নয়া দিল্লি: অফিসের কাজে বা ঘুরতে যাওয়াই হোক! অনেকেই ট্রেনে সফর করে থাকেন। আর সাম্প্রতিককালে ট্রেনের পরিষেবা পছন্দ না হলে অভিযোগ করার অনেক সুযোগও রয়েছে। অনেক সময়ই ট্রেনের খাবার নিয়ে যাত্রীদের অভিযোগ করতে দেখা যায়। এবার ট্রেনের আসনের পাশে ভাঙা হ্যান্ডেল নিয়ে অভিযোগ করলেন এক যাত্রী। তার একটি ছবি পোস্ট করে টুইটারে রেলওয়ে সেবাকে ট্যাগও করেছেন ওই যাত্রী।
উত্তরাখণ্ড থেকে দিল্লি যাচ্ছিল ট্রেন। সেই ট্রেনের সি২ কামরার ২৯ নম্বর সিটে বসেন মুখতার আলি। সেই সিটে একটি ভাঙা হ্য়ান্ডেল মাথা উঁচু করে ছিল। সেই ভাঙা হ্যান্ডেলেই পিছনে খোঁচা খেয়েছিলেন তিনি। পাশাপাশি তাঁর পরনের প্যান্টও ছিঁড়ে যায়। টুইট করে তিনি এই অভিযোগই করেন এবং এই হ্যান্ডেল সারানোর জন্য রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি রেলওয়ে সেবাকে ট্যাগ করে টুইটারে ওই ভাঙা হ্য়ান্ডেলের ছবি পোস্ট করে লেখেন, “এই ভাঙা হ্যান্ডেলটি দেখুন। আমার নিতম্বে লেগেছে এর জন্য। আমার প্যান্টও ছিঁড়ে গিয়েছে। ১৫০৩৬ ট্রেনের সি২ কোচের ২৯ নম্বর সিটের এই ভাঙা হ্যান্ডেলটি ঠিক করুন। এটি খুব বিপজ্জনক।”
@RailwaySeva look at this handle it damaged my butt and trouser sitting in 15036 seat no 29 C2. Please fix this it is so dangerous ? pic.twitter.com/DatJAjRGjz
— Mukhtar Ali (@famukhtar786) May 1, 2023
এদিকে মুখতারের এই টুইট ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নজর এড়ায়নি রেল কর্তৃপক্ষেরও। এই অভিযোগের পরই রেলসেবা জানিয়েছে, ইজ্জতনগর ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের অফিসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়ে জানানো হয়েছে। রেলওয়ে সেবার তরফে ওই টুইটে লেখা হয়েছে, “অনুগ্রহ করে মেসেজের মাধ্যমে আপনার পিএনআর/ইউটিএস এবং মোবাইল নম্বর পাঠান। যাতে আমরা আপনার এই অভিযোগ রেজিস্টার করতে পারি। http://railmadad.indianrailways.gov.in এ বা ১৩৯ নম্বর ডায়াল করেও আপনার অভিযোগ জানাতে পারেন।”