Vande Bharat: বন্দে ভারত-এর যাত্রীরা কেন বাইরের কোনও শব্দ শুনতে পান না?

Vande Bharat Express: আসলে এই বন্দে ভারতে রয়েছে বিশেষ এক রকম প্রযুক্তি। বাইরের শব্দ এড়াতে এই ট্রেনে ব্যবহার করা হয়েছে এয়ার স্প্রিং প্রযুক্তি। যার ফলে ট্রেনের বগির যাত্রীরা কোনও শব্দ অনুভব করতে পারে না। কী সেই প্রযুক্তি?

Vande Bharat: বন্দে ভারত-এর যাত্রীরা কেন বাইরের কোনও শব্দ শুনতে পান না?
বন্দে ভারত এক্সপ্রেস।Image Credit source: twitter

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 18, 2023 | 3:03 PM

নয়া দিল্লি: বর্তমানে দেশে মোট ৩৪টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলছে একাধিক রুটে। এই সেমি-হাই স্পিড ট্রেন ঘিরে সাধারণ মানুষের উৎসাহ চোখে পড়ার মতো। গতি এবং বেশ কিছু সুবিধা বা বৈশিষ্ট্যের ফলে রেল যাত্রীদের মধ্যে খুবই জনপ্রিয়তা পেয়েছে এই ট্রেন। এই ট্রেনের একটি অন্যতম বৈশিষ্ট্য হল বগিগুলিতে চাকা বা বাইরের কোনও শব্দ শোনা যায় না। অনেকের মনেই প্রশ্ন জাগে কেন বন্দে ভারতের কোচের মধ্যে কোনও আওয়াজ প্রবেশ করে না?

আসলে এই বন্দে ভারতে রয়েছে বিশেষ এক রকম প্রযুক্তি। বাইরের শব্দ এড়াতে এই ট্রেনে ব্যবহার করা হয়েছে এয়ার স্প্রিং প্রযুক্তি। যার ফলে ট্রেনের বগির যাত্রীরা কোনও শব্দ অনুভব করতে পারে না।

ট্রেন যখন ট্র্যাকে চলে তখন কোচের সঙ্গে ধাক্কা লাগে। কোচের নীচে থাকা এই স্প্রিংগুলি এই শকগুলি অনেকটাই শোষণ করে নেয়, ফলে যাত্রীরা ধাক্কা অনুভব করতে পারেন না।

বন্দে ভারতের ক্ষেত্রে এয়ার স্প্রিংগুলি-তে বাতাসে ভরা থাকে। এয়ার স্প্রিং একটি চেম্বারের সঙ্গে যুক্ত থাকে, যার কাজ হল বায়ুচাপকে ভারসাম্য রাখা। ফলে ধাক্কাগুলো সেভাবে অনুভূত হয় না।