Maha Kumbh Mela 2025: দরজা ধরে টানাটানি, উড়ল ইট-পাটকেল! হামলার মুখে মহাকুম্ভে যাওয়ার ট্রেন

Maha Kumbh Mela 2025: তিনি আরও জানান, 'অশান্তির আঁচ পেয়েই সেদিকে ছুটে যান রেল পুলিশরা। এরপর ক্ষুদ্ধ যাত্রীদের শান্ত করেন তারা। নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। তারপর তাদের ট্রেনে তুলে রওনা দেওয়ানো হয় প্রয়াগরাজের দিকে।'

Maha Kumbh Mela 2025: দরজা ধরে টানাটানি, উড়ল ইট-পাটকেল! হামলার মুখে মহাকুম্ভে যাওয়ার ট্রেন
ভাইরাল ভিডিয়োয় ফুটে উঠল অশান্তির ছবি Image Credit source: X
Follow Us:
| Updated on: Jan 28, 2025 | 5:14 PM

প্রয়াগরাজ: ঝাঁসি থেকে প্রয়াগরাজের পথে যাচ্ছিল ট্রেনটি। মাঝ পথে দাঁড়িয়েছিল হরপালপুর স্টেশনে। কিন্তু, ট্রেন দাঁড়ালেও ভিতর থেকে বন্ধ দরজা। একে মহাকুম্ভে যাওয়ার টিকিট মিলছে না, তার মধ্যে একটা বিশেষ ট্রেন পাওয়া গেলেও তাতে চড়া যাচ্ছে না।

এরপরই চলল ভাঙচুর। ট্রেনের দরজা ভেঙে ঢুকতে প্রাণপণ চেষ্টা চালাল স্টেশন চত্বরে অপেক্ষারত যাত্রীদের একাংশ। ভাঙা হল ট্রেনের জানলা ও দরজার কাঁচও। মঙ্গলবার হরপালপুর স্টেশনে এমন কাণ্ডের জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। সোশ্যাল মিডিয়াজুড়েও ভাইরাল হয়েছে উত্তেজনা একটি ভিডিয়ো।

অবশ্য, বেশি সময় ধরে চলেনি তাণ্ডব। ট্রেনের দরজা-জানলার কাঁচ ভাঙার শব্দ পেতেই স্টেশনের দিকে ছুটে যায় রেল পুলিশ ও স্টেশন কর্মীরা। নিয়ন্ত্রণে আনা হয় উত্তেজিত জনতাকে।

এই প্রসঙ্গে ঝাঁসি রেল ডিভিশনের জনসংযোগ আধিকারিক জানান, ‘ট্রেনটি যখন স্টেশনে ঢোকে, তখন সেখানে লোকে ছড়াছড়ি। বেশির ভাগ মানুষই অপেক্ষা করছিলেন ওই মহাকুম্ভ স্পেশাল ট্রেনের ওঠার জন্য। কিন্তু ট্রেন স্টেশনে আসতেই ঘটে মহাবিপত্তি। ট্রেনের দরজা বন্ধ দেখে ক্ষেপে যায় তারা। বগি লক্ষ্য করে শুরু হয় পাথর ছোঁড়া।’ তিনি আরও জানান, ‘অশান্তির আঁচ পেয়েই সেদিকে ছুটে যান রেল পুলিশরা। এরপর ক্ষুদ্ধ যাত্রীদের শান্ত করেন তারা। নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। তারপর তাদের ট্রেনে তুলে রওনা দেওয়ানো হয় প্রয়াগরাজের দিকে।’

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি থেকে প্রয়াগরাজের ত্রিবেণী মহাসঙ্গমে শুরু হয়েছে মহাকুম্ভ। ১৪৪ বছর এসেছে এই পুণ্য তিথি। চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ইতিমধ্যে মহাকুম্ভে পুণ্যস্নানে দেশের নানা প্রান্ত ছুটে আসছেন পুণ্যার্থীরা। প্রশাসনের অনুমান, প্রতিদিন প্রায় ১ কোটি পুণ্যার্থী ভিড় জমাচ্ছেন মহাকুম্ভে। আর তার জেরে ট্রেনের টিকিট তো ছাড় বিমানের টিকিটও জুগিয়ে ওঠা সম্ভব হচ্ছে না।