Dogs’ passport: মোদীর কেন্দ্রে রাস্তার কুকুরদের তৈরি হল পাসপোর্ট, এখন তারা হবে বিদেশের স্থায়ী বাসিন্দা

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

May 21, 2023 | 10:03 PM

Varanasi Dogs' passport: বারাণসীতে দুটি রাস্তার কুকুরের তৈরি হল পাসপোর্ট। এখন তাদের বিদেশে পাঠানো হচ্ছে। সেখানেই স্থায়ী বাসিন্দা হবে তারা।

Dogs passport: মোদীর কেন্দ্রে রাস্তার কুকুরদের তৈরি হল পাসপোর্ট, এখন তারা হবে বিদেশের স্থায়ী বাসিন্দা
প্রতীকী ছবি

Follow Us

লখনউ: গত কয়েক বছরে, উত্তর প্রদেশে পথ-কুকুরদের হাতে শিশু-সহ সাধারণ মানুষের নাকাল হওয়ার একের পর এক ঘটনা সামনে এসেছে। ক্রমে পথ-কুকুরের সংখ্যা বেড়ে চলেছে। এই অবস্থায়, এই সমস্যা থেকে মুক্ত হতে এক অনন্য উপায় হাতে পেল যোগী আদিত্যনাথের রাজ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজ লোকসভা কেন্দ্র বারাণসী থেকে দুটি পথ কুকুরের পাসপোর্ট তৈরি করা হয়েছে। সেই পাসপোর্ট নিয়ে তারা এখন বিদেশে যাবে। সেখানে স্থায়ী ঘর পেতে চলেছে তারা। ইতিমধ্যেই কুকুর দুটির মালিকও পাওয়া গিয়েছে। শীঘ্রই নতুন বাড়িতে যাওয়ার জন্য তারা পাসপোর্ট-সহ বিমানে করে বিদেশ যাত্রা করবে।

একজন যাবে নেদারল্যান্ডস, অপর জন ইতালিতে

সূত্রের খবর, দুটি পথ-কুকুরের একটিকে পাঠানো হচ্ছে নেদারল্যান্ডসে। অন্য কুকুরটি যাবে ইটালিতে। কুকুর দুটির আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের নতুন মালিকরা। খবরটি পড়ে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু, এটাই সত্যি। আসলে এটা কুকুরদুটির প্রতি দুই বিদেশি ব্যক্তির নিঃস্বার্থ ভালবাসার ফল। আর কুকুরদুটিকে তাদের মালিকদের সঙ্গে মেলাতে সহায়তা করছে বারানসীর একটি এনজিও।

মিরাল ও জয়া

আসলে, কয়েকদিন আগে বারাণসী বেড়াতে এসেছিলেন নেদারল্যান্ডের বাসিন্দা মিরাল। সেখানে গঙ্গার ঘাটে এক পথ-কুকুরকে অত্যন্ত খারাপ অবস্থায় দেখতে পেয়েছিলেন তিনি। তিনি কুকুরটির নাম রাখেন জয়া। তার চিকিৎসার জন্য অ্যানিম্যাল কেয়ার ট্রাস্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। জয়া সুস্থ না হওয়া পর্যন্ত মিরাল তার চিকিৎসার জন্য বারানসীতেই থেকে গিয়েছিলেন। এরপর তিনি দেশে ফিরে যান। ফেরার সময় অবশ্য জয়াকে তিনি নেদারল্যান্ডসে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপর, বারানসীর এক এনজিও-র সহায়তায় তিনি জয়ার পাসপোর্ট তৈরি করিয়েছেন। এখন কুকুরটিকে নেদারল্যান্ডসে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

ভিরা ও মোতি

অন্যদিকে, দ্বিতীয় কুকুরটির নাম মোতি। বারাণসীর রাস্তায় তাকে খুঁজে পেয়েছিলেন ইটালির পর্যটক ভিরা লাজারেতি। ভিরার সঙ্গে মোতির দারুণ সম্পর্ক তৈরি হয়েছিল। তিনি যতদিন বারানসীতে ছিলেন, মোতি সবসময় তার সঙ্গে থাকতে শুরু করেছিল। এরপরই মোতিকে ইটালি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ভিরা। মোতিকে ইটালিতে নিয়ে যাওয়ার জন্য তার পাসপোর্ট এবং টিকিট প্রস্তুত করেছেন ভিরা।

কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে কুকুরদুটির বিদেশ যাত্রার জন্য?

– কুকুরদুটির সম্পূর্ণ তথ্য তাদের পাসপোর্টে লেখা আছে

– কুকুরদুটিকে প্রয়োজনীয় সব টিকা দেওয়া হয়েছে

– বিদেশে পৌঁছনোর পর, সেখানকার পশু চিকিৎসকরা আবার তাদের পরীক্ষা করবেন

– এছাড়া সেখানে তাদের ফের টিকা দেওয়া হবে

– তাদের পাসপোর্টে একটি করে ইলেকট্রনিক চিপও ইনস্টল করা হয়েছে

– ওই চিপ স্ক্যান করলেই তাদের সমস্ত তথ্য পাওয়া যাবে

Next Article