Patanjali: নাগপুরে পতঞ্জলির ১৫০০ কোটি টাকার মেগা ফুড পার্কের উদ্বোধন, ফড়নবীস বললেন…

Mar 09, 2025 | 8:15 PM

Patanjali: এই মেগা ফুড পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে দেবেন্দ্র ফড়নবীস বলেন, "এই মেগা ফুড পার্ক তৈরি হতে ৯ বছর লেগেছে। বাবা রামদেবকে একাধিক রাজ্য ফুড পার্কের জন্য বিনামূল্যে জমি দিতে চেয়েছিল। তার বদলে তিনি নাগপুরকে বেছে নেন।"

Patanjali: নাগপুরে পতঞ্জলির ১৫০০ কোটি টাকার মেগা ফুড পার্কের উদ্বোধন, ফড়নবীস বললেন...
নাগপুরে উদ্বোধন হল পতঞ্জলির মেগা ফুড পার্ক

Follow Us

নাগপুর: মহারাষ্ট্রের নাগপুরের মিহানে পতঞ্জলির মেগা ফুড ও হার্বাল পার্কের সূচনা হল রবিবার। ১৫০০ কোটি টাকা দিয়ে এই মেগা ফুড পার্ক তৈরি করা হয়েছে। এদিন পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস। ছিলেন যোগগুরু রামদেব। নিতিন গড়কড়ি ও দেবেন্দ্র ফড়নবীসকে স্বাগত জানান যোগগুরু রামদেব।

এই মেগা ফুড পার্কে খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট রয়েছে। প্রতিদিন প্রায় ৮০০ টন ফল ও সবজি প্রক্রিয়াকরণ করার ক্ষমতাসম্পন্ন প্ল্যান্ট রয়েছে পতঞ্জলির এই মেগা ফুড পার্কে। এর ফলে বিদর্ভের কৃষকদের মুখে হাসি ফুটবে বলে আশাবাদী পতঞ্জলি।

এই মেগা ফুড পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে দেবেন্দ্র ফড়নবীস বলেন, “এই মেগা ফুড পার্ক তৈরি হতে ৯ বছর লেগেছে। বাবা রামদেবকে একাধিক রাজ্য ফুড পার্কের জন্য বিনামূল্যে জমি দিতে চেয়েছিল। তার বদলে তিনি নাগপুরকে বেছে নেন। এখানে কমলালেবু চাষে কৃষকদের আরও উৎসাহিত করতে তিনি এই সিদ্ধান্ত নেন।” বিদর্ভের মানুষের তরফে রামদেব ও পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণকে ধন্যবাদ জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।

নাগপুরে পতঞ্জলিকে বিনামূল্যে জমি দেওয়া হয়নি বলে জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সর্বোচ্চ দাম দিয়েই জমি নিয়েছেন বাবা রামদেব।

এই মেগা ফুড পার্কে কোল্ড স্টোরেজের সুবিধা রয়েছে। কৃষকরা তাঁদের কৃষিপণ্য এখানে রাখতে পারেন। এবং যখন মনে করবেন, বিক্রি করতে পারবেন। এর জেরে লাভবান হবেন কৃষকরা। এই মেগা ফুড পার্ক থেকে কমলালেবুর চারাও কিনতে পারবেন চাষিরা।

 

Next Article