Patanjali: সস্তা হবে চিকিৎসা, IIT-এর সঙ্গে MOU স্বাক্ষরের পর বার্তা বাবা রামদেবের
Patanjali: অনলাইন ও অফলাইন উভয় মাধ্য়মেই চলল যোগ দিতে দেখা গেল তাদের। এই সম্মেলনে যোগ দিয়েছিলেন বহু চিকিৎসক, গবেষক ও মেডিক্যালের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বরা।

হরিদ্বার: আয়ুর্বেদিক চিকিৎসার সঙ্গে জুড়ে যাচ্ছে আধুনিক চিকিৎসা। হরিদ্বারে দু’দিন ব্যাপী আয়োজিত ‘আনামায়ম আন্তর্জাতিক সম্মেলন‘ হয়েছে যার সূত্রধর। পতঞ্জলি বিশ্ববিদ্যালয়, পতঞ্জলি রিসার্চ ইনস্টিটিউট ও কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে শনিবার আয়োজিত হয়েছিল এই সম্মেলন। সেখানেই দুই বিপরীত মেরুর চিকিৎসার মেলবন্ধনের বার্তা দিলেন আয়োজকরা।
এদিনের সম্মেলনে যোগ দিয়েছিল ২০০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০-এরও বেশি প্রতিনিধি। অনলাইন ও অফলাইন উভয় মাধ্য়মেই চলল যোগ দিতে দেখা গেল তাদের। এই সম্মেলনে যোগ দিয়েছিলেন বহু চিকিৎসক, গবেষক ও মেডিক্যালের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বরা।
এই সম্মেলন থেকে বড় ঘোষণা করেন পতঞ্জলির প্রতিষ্ঠাতা বাবা রামদেব। এদিন তিনি বলেন, “এইমস, টাটা ক্য়ান্সার হাসপাতাল ও গঙ্গারাম হাসপাতালের সঙ্গে যৌথ উদ্যোগে পতঞ্জলি আর্য়ুবেদিক হাসপাতালের পরিষেবা আরও সস্তা করা হবে। সঙ্গে জুড়ে দেওয়া হবে আধুনিক চিকিৎসা পদ্ধতিকেও।“ পাশাপাশি, এই সম্মেলনে IIT Ropar-এর সঙ্গে একটি সমঝোতা পত্রও স্বাক্ষর করে পতঞ্জলি বিশ্ববিদ্যালয়।
পাশাপাশি, সুশ্রুত ও চরকের চিকিৎসা পদ্ধতির গুরুত্ব নিয়েও আলোচনা করতে দেখা যায় বাবা রামদেবকে। তাদের কথা তুলেই পতঞ্জলি আয়ুর্বেদিক হাসপাতালে আধুনিক চিকিৎসার সূচনার কথা বলেন তিনি। এমনকি, এই হাসপাতালে চিকিৎসা আগামী দিনে আরও সস্তা হবে সেই আশ্বাসও দিতে দেখা যায় তাঁকে। অন্যদিকে, পতঞ্জলির সহ-প্রতিষ্ঠাতা আচার্য বালকৃষ্ণের মুখে ফুটে ওঠে রোগী হেনস্থার কথা। তাঁর কথায়, “পতঞ্জলি আয়ুর্বেদিক হাসপাতালে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্য়মে স্বাস্থ্যসেবার নামে রোগী পরিবারদের অন্য জায়গায় যে ষড়যন্ত্র ও শোষণের স্বীকার হতে হয় তা থেকেই মুক্তি মিলবে।”

