Threat Email: ৮ কোটি ৩৩ লক্ষ ৬৬ হাজার ৫০০ টাকা না দিলে উড়িয়ে দেওয়া হবে টার্মিনাস ২! উড়ো ইমেইল পেতেই চাঞ্চল্য বিমানবন্দরে

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 24, 2023 | 12:54 PM

Airport: বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি হুমকি ইমেইল আসে। সেখানে লেখা, যদি ৪৮ ঘণ্টার মধ্যে ১ মিলিয়ন ডলার বিটকয়েনের মাধ্য়মে না দেওয়া হয়, তবে বিমানবন্দরের টার্মিনাস ২ উড়িয়ে দেওয়া হবে। উড়ে ইমেইলে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টা বাদে ফের একবার সতর্কবার্তা দেওয়া হবে।pi

Threat Email: ৮ কোটি ৩৩ লক্ষ ৬৬ হাজার ৫০০ টাকা না দিলে উড়িয়ে দেওয়া হবে টার্মিনাস ২! উড়ো ইমেইল পেতেই চাঞ্চল্য বিমানবন্দরে
প্রতীকী চিত্র
Image Credit source: Pixabay

Follow Us

মুম্বই: ৪৮ ঘণ্টার মধ্যে দিতে হবে ৮ কোটি ৩৩ লক্ষ ৬৬ হাজার ৫০০ টাকা। তাও আবার নগদ নয়, বিটকয়েনে (Bitcoin)। নাহলে উড়িয়ে দেওয়া হবে বিমানবন্দরের একটা গোটা টার্মিনাস (Terminus)। বৃহস্পতিবার এই হুমকি ইমেইল আসতেই চাঞ্চল্য ছড়ায় মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport)। মুম্বই পুলিশের তরফে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি হুমকি ইমেইল আসে। সেখানে লেখা, যদি ৪৮ ঘণ্টার মধ্যে ১ মিলিয়ন ডলার বিটকয়েনের মাধ্য়মে না দেওয়া হয়, তবে বিমানবন্দরের টার্মিনাস ২ উড়িয়ে দেওয়া হবে। উড়ে ইমেইলে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টা বাদে ফের একবার সতর্কবার্তা দেওয়া হবে। বৃহস্পতিবার সকালে এই উড়ো ইমেইল আসতেই চাঞ্চল্য ছড়ায়। বিমানবন্দরে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। শুরু হয় তল্লাশিও। খবর দেওয়া হয় পুলিশে।

পুলিশের তরফে জানানো হয়েছে, ওই উড়ো ইমেইলের আইপি অ্যাড্রেস ট্রাক করা হয়েছে। তবে এখনও ইমেইল প্রেরকের লোকেশন ট্রাক করা যায়নি।

প্রসঙ্গত, বিগত কয়েক মাসে বেশ কয়েকবার উড়ো ফোন ও ইমেইল মারফত মুম্বই বিমানবন্দরে নাশকতার হুমকি দেওয়া হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Next Article