Purnesh Modi: এখনই জেলের ঘানি টানছেন না রাহুল, সুপ্রিম রায় শুনে কী বললেন মামলাকারী পূর্ণেশ মোদী?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 05, 2023 | 8:02 AM

Rahul Gandhi: শুক্রবার পূর্ণেশ মোদী বলেন, "আমরা শীর্ষ আদালতের রায়কে স্বাগত জানাচ্ছি। তবে আইনি লড়াই চলবে। সেশন কোর্টে আমরা লড়ব"।

Purnesh Modi: এখনই জেলের ঘানি টানছেন না রাহুল, সুপ্রিম রায় শুনে কী বললেন মামলাকারী পূর্ণেশ মোদী?
পূর্ণেশ মোদী।
Image Credit source: ANI

Follow Us

নয়া দিল্লি: ‘সব চোরের পদবিই কেন মোদী হয়?’, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের প্রচারে কর্নাটকের কোলারে দাঁড়িয়ে এই প্রশ্নই তুলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর এই মন্তব্যেই খাপ্পা হন মোদী পদবিধারীরা। মোদী সম্প্রদায়ের অপমান করেছেন রাহুল, এই অভিযোগ তুলেই অপরাধমূলক মানহানির মামলা করেছিলেন গুজরাটের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদী। সেই মামলার জল অনেক দূর গড়িয়েছে। রাহুলকে দোষী সাব্যস্ত করেছে সুরাট আদালত। দেওয়া হয়েছে দুই বছরের কারাদণ্ডের সাজা। সেই রায়কে আবার চ্যালেঞ্জ করে একের পর এক আদালতের দ্বারস্থ হয়েছেন রাহুল গান্ধী। শুক্রবার সুপ্রিম কোর্টের তরফে রাহুল গান্ধীর সাজার উপরে স্থগিতাদেশ দেওয়া হয়। সুপ্রিম কোর্টের এই রায় শুনে মামলাকারী পূর্ণেশ মোদী জানান, শীর্ষ আদালতের রায়কে তিনি স্বাগত জানাচ্ছেন।

শুক্রবার পূর্ণেশ মোদী বলেন, “আমরা শীর্ষ আদালতের রায়কে স্বাগত জানাচ্ছি। তবে আইনি লড়াই চলবে। সেশন কোর্টে আমরা লড়ব”। ২০১৯ সালে রাহুল গান্ধী যে মন্তব্য করেছিলেন, তার সমালোচনা করে বিজেপি নেতা বলেন, “২০১৯ সালে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী কর্নাটকের বেঙ্গালুরু থেকে ১০০ কিলোমিটার দূরে কোলারে দাঁড়িয়ে মোদী নাম ও পদবিযুক্ত সকলকে অপমান করেছিলেন।”

মামলার সময় ও নিম্ন আদালতের রায় নিয়ে পূর্ণেশ মোদী বলেন, “আমরা সুরাটের ট্রায়াল কোর্টে পিটিশন দাখিল করেছিলাম। আদালত সমস্ত আইনি প্রক্রিয়া মেনে ২০২৩ সালে রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ডের সাজা দেয়। রাহুল গান্ধী সেই রায়কে চ্যালেঞ্জ করে সুরাট সেশন কোর্টে আবেদন করেছিলেন, কিন্তু সেই আবেদন খারিজ করে দেয়। আমাদের পক্ষেই রায় দেওয়া হয়েছিল। এরপর রাহুল হাইকোর্টে যান, সেখানেও তাঁর আবেদন খারিজ করে দেওয়া হয়।”

Next Article