হামিরপুর: সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক আসামিকে মদের দোকানে ‘ঘুরতে’ নিয়ে গিয়েছেন পুলিশকর্মী। ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, মদের দোকানে কোমরে দড়ি বাঁধা এক ব্যক্তি। আর দড়ি ধরে দাঁড়িয়ে রয়েছেন এক পুলিশের পোশাকধারী এক ব্যক্তি। জানা যায়, আসামিকে মদ কিনতে নিয়ে গিয়েছেন উত্তর প্রদেশের ওই পুলিশ কর্মী। এই ছবি সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই পুলিশি ব্যবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন।
গত ২৮ ও ২৯ এপ্রিল থেকেই সোশ্যাল মিডিয়ার দেওয়ালে দেওয়ালে এই আসামীর সঙ্গে পুলিশের মদের দোকানের বাইরে দাঁড়িয়ে থাকার ছবি ঘুরে বেড়াচ্ছে। প্রকাশ্য দিবালোকে জেলের আসামিকে মদের দোকানে কোমরে দড়ি বেঁধে মদ কিনতে নিয়ে যাচ্ছেন এক পুলিশ কর্মী। স্বভাবতই এই ছবি ছড়িয়ে পড়তেই পুলিশি ব্যবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন। আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতেই হামিরপুর এসপি জানিয়েছেন, ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হচ্ছে। যে পুলিশ কর্মীর দিকে আঙুল উঠেছে তিনি কুরারা পুলিশ স্টেশনের এক্তিয়ারে জনপুদ হামিরপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে।
थाना कुरारा क्षेत्र अंतर्गत पीआरडी द्वारा मुलजिम को शराब दिलाने की घटना के संबंध में पुलिस अधीक्षक हमीरपुर द्वारा दी गई बाइट::- pic.twitter.com/dfiVTDp29g
— HAMIRPUR POLICE (@hamirpurpolice) April 28, 2023
এদিকে ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, মদের দোকানে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। তাঁর কোমরে দড়ি বাঁধা। তাঁর পিছনেই সেই আসামির দড়ি হাতে দাঁড়িয়ে এক পুলিশকর্মী। তাঁরা দু’জনেই হামিরপুর নম্বর ৩ কিংরোডের একটি মদের দোকানের গেটে দাঁড়িয়ে ছিলেন। কোনও আসামিকে মদের দোকানে গিয়ে মদ কিনতে দেওয়ার জন্য ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে ইতিমধ্যেই পদক্ষেপ করা হয়েছে।