অজমের শরিফ দরগায় মমতা বন্দ্যোপাধ্য়ায়
মাথায় শাড়ির আঁচল দিয়ে দরগায় প্রবেশ করেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্য়ায়কে সামনে পেয়ে বিভিন্ন ভাষাভাষির মানুষ ডেকে ওঠেন 'দিদি, দিদি' বলে।
অজমের দরগার দেওয়ান জয়নুল আবেদিন খানের সঙ্গে সাক্ষাৎ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অজমেরে সুফি সাধক খাজা মৈনুদ্দিন চিস্তির দরগায় চাদর চড়িয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর সফর ঘিরে দ্বিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল অজমের শরিফ। রাজস্থানের পুলিশের সঙ্গে সমন্বয়ে নিরাপত্তার ব্যবস্থা করে পশ্চিমবঙ্গ পুলিশ।
অজমের শরিফ থেকে তিনি যান পুষ্করের ব্রহ্মা মন্দিরে। সেখানে পুজো দেন তিনি।
এরপর গোটা মন্দির চত্বর ঘুরে দেখেন তিনি। মন্দিরের মোহান্তদের কাছ বিশ্বের একমাত্র ব্রহ্মা মন্দিরের ইতিহাস জেনে নেন তৃণমূল নেত্রী।
প্রসঙ্গত, রেলমন্ত্রী থাকাকালীন অজমের থেকে পুষ্কর পর্যন্ত রেল পরিষেবা চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "আমি যখন রেলমন্ত্রী ছিলাম তখন এই প্রকল্প শুরু করেছিলাম। এর জন্য আমাকে অনেক লড়াই করতে হয়েছিল। কিন্তু আমি বলেছিলাম, যদি সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হয় তাহলে অজমের থেকে পুষ্কর পর্যন্ত এই পরিষেবা চালু করতে হবে।"
সোমবারই নয়া দিল্লিতে এসেছিলেন তৃণমূল সুপ্রিমো। সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ডাকা জি২০ বিষয়ক সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি।