PIB Fact Check : ‘দেশের সকল নাগরিককে বিনামূল্যে স্মার্টফোন দেওয়া হবে’, কী জানাল কেন্দ্র?

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jul 25, 2022 | 10:07 PM

PIB Fact Check : সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা ছড়িয়ে পড়েছে। সেখানে জানানো হয়েছে, কেন্দ্র দেশের সকল নাগরিককে বিনামূল্যে স্মার্টফোন দেবে।

PIB Fact Check : দেশের সকল নাগরিককে বিনামূল্যে স্মার্টফোন দেওয়া হবে, কী জানাল কেন্দ্র?
গ্রাফিক্স সৌজন্যে : টিভি৯ বাংলা

Follow Us

নয়া দিল্লি : ডিজিটাল যুগে বেড়েছে ভুয়ো খবর বা ফেক নিউজ়ের রমরমা। সোশ্যাল মিডিয়ায় বহু সময় বিভিন্ন ভুয়ো খবর ও ছবি ঘুরে বেড়াতে দেখা যায়। সেই ভুয়ো খবর যাচাই না করেই অধিকাংশ নাগরিক তা বিশ্বাস করে শেয়ার করে ফেলেন। ফলে সেই ভুয়ো খবর সোশ্য়াল মিডিয়ার এই দেওয়াল থেকে ওই দেওয়ালে ঘুরে বেড়ায়। না বুঝেই একটি ভুয়ো খবরকে আরও ৫ হাজার জনের মধ্যে ছড়িয়ে দেন সোশ্য়াল মিডিয়া ব্য়বহারকারীরা। কেন্দ্রীয় সরকারের নামে এই ধরনের ভুয়ো বার্তা ছড়িয়ে পড়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি খবর ঘোরাফেরা করতে দেখা গিয়েছে যে, দেশের সকল নাগরিককে বিনামূল্যে স্মার্টফোন দিচ্ছে কেন্দ্র। এই বার্তা সোশ্য়াল মিডিয়ায় ভাইরালও হয়ে গিয়েছে। তবে কেন্দ্রের নজরে এই বার্তা আসতেই এই বার্তা নিয়ে সতর্ক করা হয়েছে নাগরিকদের। জানানো হয়েছে এটি একটি ভুয়ো মেসেজ। কেন্দ্রের তরফে এরকম কোনও স্কিম বা প্রকল্পের ঘোষণা করা হয়নি।

প্রেস ইনফরমেশন ব্যুরোর তথ্য যাচাইকারী (PIB Fact Check) টুইটার হ্যান্ডেল থেকে এই বিষয়ে সতর্ক করা হয়েছে। পিআইবি একটি পোস্টে লিখেছে, ‘সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি বার্তায় দাবি করা হয়েছে যে, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে দেশের প্রত্যেক নাগরিককে বিনামূল্যে স্মার্টফোন দেওয়া হবে। #PIBFactCheck : এই বার্তাটি ভুয়ো। ভারত সরকার এরকম কোনও স্কিম চালাচ্ছে না।’ এই বার্তা দেওয়ার পাশাপাশি ভুয়ো বার্তার ছবিও পোস্ট করেছে পিআইবি। এদিকে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের নামে এর আগেও বহু ভুয়ো মেসেজ ছড়িয়ে পড়েছিল সোশ্য়াল মিডিয়ায়।

Next Article