Road Accident: বিয়েবাড়ির যাত্রী বোঝাই পিক আপ ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, মৃত শিশু সহ ৮

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

May 07, 2023 | 11:34 PM

বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনার কবলে একটি পিক আপ ভ্যান।

Road Accident: বিয়েবাড়ির যাত্রী বোঝাই পিক আপ ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, মৃত শিশু সহ ৮
দুর্ঘটনার কবলে পিক আপ ভ্যান।

Follow Us

মোরাদাবাদ: বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনার কবলে একটি পিক আপ ভ্যান। বিয়েবাড়ির যাত্রী বোঝাই একটি পিক আপ ভ্যানের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটল। একেবারে রাস্তার পাশে উল্টে গেল পিক আপ ভ্যানটি। ঘটনায় মৃত্যু হয়েছে এক শিশু সহ ৮ জনের। গুরুতর জখম হয়েছেন ১৫ জন। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttarpradesh)  মোরাদাবাদের দালাতপুর-কাশীপুর হাইওয়েতে।

পুলিশ জানায়, ভগতপুর থানা এলাকায় খায়ের খাটা গ্রামের কাছে দালাতপুর-কাশীপুর হাইওয়েতে আসা একটি ট্রাকের সঙ্গে বিয়ে বাড়ি যাত্রী যাই একটি পিক আপ ভ্যানে সংঘর্ষ ঘটে। ট্রাকের জোরাল ধাক্কায় পিক আপ ভ্যানটি একেবারে রাস্তার পাশে উল্টে যায়। তারপর পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে ওই পিক আপ ভ্যানের যাত্রীদের উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে সিনিয়ার সুপারিটেনডেন্ট অফ পুলিশ (SSP) হেমরাজ মীনাও ঘটনাস্থলে যান। তিনি বলেন, প্রায় ২৬ জন যাত্রী পিক আপ ভ্যানে ছিলেন। পিক আপ ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ওই পিক আপ ভ্যানের ৮ যাত্রীর মৃত্যু হয়েছে। যার মধ্যে এক শিশু রয়েছে। তাঁদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা প্রশাসনের তরফে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

অন্যদিকে, দুর্ঘটনার পরই ঘাতক ট্রাক চালক পালিয়েছে। তাকে এখনো ধরা যায়নি। তার খোঁজ শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Next Article