Piyush Goyal on StartUps: ‘ভারতীয় স্টার্ট আপের সাফল্য অন্যান্য দেশের তুলনায় বেশি’, লোকসভায় বললেন পীযূষ গয়াল

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Dec 14, 2022 | 6:29 PM

Piyush Goyal on StartUps: ভারতীয় স্টার্ট আপের সাফল্য অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। বুধবার লোকসভায় একথা বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল।

Piyush Goyal on StartUps: ভারতীয় স্টার্ট আপের সাফল্য অন্যান্য দেশের তুলনায় বেশি, লোকসভায় বললেন পীযূষ গয়াল
ছবি সৌজন্যে: সংসদ টিভি

Follow Us

নয়া দিল্লি: প্রধানমন্ত্রীর জমানায় স্টার্টআপের (StartUp) রমরমা ভারত জুড়ে। আর বিশ্বের অন্যান্য় দেশের তুলনায় ভারতে স্টার্ট আপ সংস্থার সাফল্যের হার তুলনামূলকভাবে বেশি। বুধবার লোকসভায় দাঁড়িয়ে এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল (Piyush Goyal)। আজ লোকসভায় প্রশ্ন-উত্তর পর্বে গয়াল বলেন, নভেম্বরের শেষে দেশে প্রায় ৮৪,০১২ টি স্টার্ট আপ সংস্থা রয়েছে।

আজ সংসদের নিম্নকক্ষে প্রশ্ন-উত্তর পর্বে তিনি বলেন, ‘এরকম হতেই পারে স্টার্ট আপ ব্যর্থ হল। এই সম্ভাবনাই প্রবল। তবে আমাকে বলতেই হবে বিশ্বে অন্যান্য দেশের তুলনায় ভারতে স্টার্ট আপের সাফল্য তুলনামূলকভাবে বেশি।’ তিনি আরও বলেন, দেশে মোট স্বীকৃতপ্রাপ্ত স্টার্ট আপের সংখ্যা ২০২২ সালের নভেম্বর মাস পর্যন্ত ৪৫২ থেকে বেড়ে ৮৪,০১২ হয়েছে। প্রসঙ্গত, মোদী সরকার ক্ষমতায় আসার পর ২০১৬ সালের ১৬ জানুয়ারি স্টার্ট আপ ইন্ডিয়া উদ্যোগ (Startup India) শুরু করে কেন্দ্রীয় সরকার। দেশের স্টার্ট আপ ইকোসিস্টেমকে উৎসাহ দিতেই এই উদ্যোগ নিয়ে আসে সরকার।

স্টার্টআপের জন্য ফান্ডের তহবিল (FFS), স্টার্টআপ ইন্ডিয়া সিড ফান্ড স্কিম (SISFS) এবং স্টার্টআপের জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিম (CGSS) তাদের ব্যবসা চক্রের বিভিন্ন পর্যায়ে স্টার্টআপদের সাহায্য় করে। স্টার্টআপ ইন্ডিয়া সিড ফান্ড স্কিম ২০২১-২২ সাল থেকে আগামী চার বছরের জন্য অনুমোদিত হয়েছে। স্টার্ট আপ সংস্থাগুলিকে নিজেদের উন্নতির জন্য এইভাবে সহায়তা করা হচ্ছে।

এদিকে আরেকটি রিপোর্ট সামনে এসেছে। মার্কেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম ট্র্যাক্সনের রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে ভারতীয় স্টার্ট আপের জন্য উৎসর্গীকৃত অর্থ তহবিলের পরিমাণ কমে গিয়েছে। যেখানে গত বছর তহবিলের পরিমাণ ছিল ৩৭.২ বিলিয়ন ডলার তা ৩৫ শতাংশ কমে গিয়ে ২০২২ সালে হয়েছে ২৪.৭ বিলিয়ন ডলার।

Next Article