AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi on X: ট্রাম্পকে ‘পিছনে ফেলে’ এগিয়ে গেলেন মোদী, X-এ উঠল ঝড়

PM Modi News: এবার সেই সমাজমাধ্যমেই জয়-জয়কার মোদীর। ১০৮ মিলিয়ন বা ১০ কোটিরও অধিক ফলোয়ার নিয়ে এক্স হ্য়ান্ডেলে 'মোস্ট ফলোয়ড পার্সনদের' তালিকায় চতূর্থ স্থানাধিকার করলেন তিনি। অবশ্য মোদী ছাড়াও এই তালিকায় আর কে কে রয়েছেন? এক্স-এর এই মোস্ট ফলোয়ড পার্সন-এর তালিকায় শীর্ষে রয়েছেন এক্স-এর কর্তা ইলন মাস্ক।

PM Modi on X: ট্রাম্পকে 'পিছনে ফেলে' এগিয়ে গেলেন মোদী, X-এ উঠল ঝড়
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: PTI
| Edited By: | Updated on: Nov 01, 2025 | 7:28 PM
Share

নয়াদিল্লি: জনপ্রিয় প্রথম পাঁচের তালিকায় নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সমাজমাধ্যম এক্স-এ এখন চর্চার কেন্দ্রবিন্দুই তিনি। কারণ, ‘মোস্ট ফলোয়ড পার্সনের’ তালিকায় তাঁর নাম দেখা গেল ৪ নম্বরে। সাবেক টুইটার অধুনা এক্স হ্য়ান্ডেলের তাঁর ফলোয়ার রয়েছে ১০৮ মিলিয়ন অর্থাৎ ১০ কোটিরও অধিক।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে মোদীর কাছে অন্যতম প্রচার হাতিয়ার ছিল সমাজমাধ্যম। ডিজিটাল যুগে রাজনৈতিক টুল হিসাবে ব্যবহারের কাজ তিনি শিখে গিয়েছিলেন। যখন কংগ্রেসের মতো জাতীয় দল চিরাচরিত প্রচার মাধ্যমকে ব্যবহারে ব্যস্ত। সেই সময় মোদীর কাছে ‘ব্রহ্মাস্ত্র’ ছিল সমাজমাধ্যম। পক্ষান্তরে দেশের যুব প্রজন্ম।

এবার সেই সমাজমাধ্যমেই জয়-জয়কার মোদীর। ১০৮ মিলিয়ন বা ১০ কোটিরও অধিক ফলোয়ার নিয়ে এক্স হ্য়ান্ডেলে ‘মোস্ট ফলোয়ড পার্সনদের’ তালিকায় চতূর্থ স্থানাধিকার করলেন তিনি। অবশ্য মোদী ছাড়াও এই তালিকায় আর কে কে রয়েছেন? এক্স-এর এই মোস্ট ফলোয়ড পার্সন-এর তালিকায় শীর্ষে রয়েছেন এক্স-এর কর্তা ইলন মাস্ক। তারপর দ্বিতীয় স্থানে রয়েছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। তৃতীয় স্থানে রয়েছে ফুটবলার রোনাল্ডো। চতূর্থ স্থানে রয়েছেন নরেন্দ্র মোদী। পঞ্চম স্থানে রয়েছেন গায়ক জাস্টিন বিবার।

এই তালিকায় আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তো রয়েছেন, কিন্তু বর্তমান তাঁর কী হাল? জানা গিয়েছে, শুধু মোদী-ওবামা নন, রয়েছেন আমেরিকার বর্তমানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এই তালিকায় তাঁর নাম রয়েছে ষষ্ঠ স্থানে। বলে রাখা প্রয়োজন, ২০২১ সালে স্থায়ী ভাবে টুইটার থেকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্য়াকাউন্ট। ক্ষমতাচ্যুত হয়ে নিজের অনুগামীদের আমেরিকার ‘ক্যাপিটাল বিল্ডিং’ আক্রমণের নির্দেশ দিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে উঠেছিল এমনই অভিযোগ। যার জেরে টুইটার কর্তৃপক্ষ স্থায়ীভাবে তাঁদের সমাজমাধ্যম থেকে নিষিদ্ধ করে দেয় তাঁকে। অবশ্য বেশিদিনের জন্য নয়। বছর ঘুরতেই টুইটার কিনে নেন মাস্ক। বদলে যায় নাম। হয়ে যায় এক্স। ট্রাম্প ফিরে পান নিজের অ্যাকাউন্ট।