PM Modi in Mauritius: ভোজপুরী গান শুনতে শুনতে মরিশাসে পা রাখলেন মোদী

Avra Chattopadhyay |

Mar 11, 2025 | 12:43 PM

PM Modi in Mauritius: তবে মঙ্গলবার হেভিওয়েটদের মাঝে মোদীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সাধারণরাও। দেখা যায়, বিহারের লোকগীতি গেয়ে ভারতীয় প্রধানমন্ত্রীকে মরিশাসে অভ্য়র্থনা জানাচ্ছেন সেদেশে বসবাসত প্রবাসী ভারতীয়রা।

PM Modi in Mauritius: ভোজপুরী গান শুনতে শুনতে মরিশাসে পা রাখলেন মোদী
মরিশাসে মোদী
Image Credit source: ফাইল চিত্র

Follow Us

পোর্ট লুইস: ভোজপুরী গানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাল মরিশাস। সোমবার মধ্যরাতে দিল্লি থেকে পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র মরিশাসের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে সেদেশের রাজধানী পোর্ট লুইস বিমানবন্দরে নামে তিনি। সফরের আগেই দুই দেশের সম্পর্ক নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।

মঙ্গলবার মরিশাসে নামতেই ভারতীয় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরেই চলে আসেন সেই দ্বীপরাষ্ট্রের প্রধানমন্ত্রী নবীন রামগুলাম। দ্বীপরাষ্ট্রের প্রধানমন্ত্রী ছাড়াও মোদীকে স্বাগত জানাতে সেই সময় উপস্থিত ছিলেন রামগুলামের মন্ত্রিসভার বেশ কয়েকজন মন্ত্রীও। এছাড়াও, উপস্থিত ছিলেন সেদেশের প্রধান বিচারপতিও।

তবে মঙ্গলবার হেভিওয়েটদের মাঝে মোদীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সাধারণরাও। দেখা যায়, বিহারের লোকগীতি গেয়ে ভারতীয় প্রধানমন্ত্রীকে মরিশাসে অভ্য়র্থনা জানাচ্ছেন সেদেশে বসবাসত প্রবাসী ভারতীয়রা। এদিন তাদের মুখে শোনা যায়, ২০১৬ সালে ইউনেস্কো কালচার হেরিটেজ স্বীকৃত, বিহারের গীত গাওয়াই গান। সেই ভোজপুরী গান শুনতে শুনতেই মরিশাসে পা রাখলেন তিনি।

প্রসঙ্গত, দু’দিনের সফরে সেদেশে গিয়েছেন মোদী। ১২ই মার্চ মরিশাসে পালিত হবে ৫৭ তম জাতীয় দিবস। সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে যোগ দিতেই হাজির হয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সম্মানিত হলেন সেদেশের সর্বোচ্চ সম্মান ‘গার্ড অব অনার’-এ।