নয়া দিল্লি: নয়া দিল্লিতে জি২০ শীর্ষ সম্মেলন শুরু হতে আর তিনদিন বাকি। এই অবস্থায় বুধবার (৬ সেপ্টেম্বর), মন্ত্রিসভায় তাঁর সহকর্মীদের জন্য কী কী করণীয় এবং কী কী করণীয় নয়, তার এক তালিকা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জি২০ শীর্ষ সম্মেলন উপলক্ষে নয়া দিল্লিতে আসছেন হাজার হাজার বিদেশি অতিথি। তাঁদের যাতে কোনও রকম অসুবিধা না হয়, তার জন্য়ই এই সকল ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন মন্ত্রিসভার এক বৈঠকে, এই দুই দিনের অনুষ্ঠান ভারতের জন্য, বিশেষ করে বিশ্বে ভারতের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা ব্যাখ্যা করেন তিনি। প্রায় এক ঘন্টা ধরে চলা বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রাও। তিনিও মন্ত্রীদের প্রোটোকল এবং সংশ্লিষ্ট বিষয়গুলি সম্পর্কে অবহিত করেন। মন্ত্রীদের কী কী নির্দেশ দেওয়া হয়েছে, আসুন এক নজরে দেখে নেওয়া যাক –
শীর্ষ সম্মেলন চলাকালীন সম্মেলনস্থলে, অর্থাৎ প্রগতি ময়দানের ভারত মণ্ডপে আসার জন্য মন্ত্রীদের সরকারি গাড়ি ব্যবহার করতে বারণ করেছেন প্রধানমন্ত্রী। পরিবর্তে, ভারত মণ্ডপ এবং জি২০-র অন্যান্য অনুষ্ঠানস্থলে যাওয়ার জন্য মন্ত্রীদের শাটল পরিষেবা ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী মোদী, মন্ত্রীদের সরকারি জি২০ ইন্ডিয়া মোবাইল অ্যাপও ডাউনলোড করার নির্দেশ দিয়েছেন। বিশিষ্ট বিদেশী অতিথিদের সঙ্গে কথোপকথনের সময় এই অ্যাপের অনুবাদ এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলি ব্যবহার করতে বলেছেন প্রধানমন্ত্রী।
বিদেশি অতিথিরা যাতে কোনও অসুবিধার মুখে না পড়েন, তার জন্য মন্ত্রীদের জি২০-র যে কোনও অনুষ্ঠানে যথা সময়ে পৌঁছে যেতে বলা হয়েছে। দেরি করলে চলবে না।
ভারত মণ্ডপ বা জি২০-র কোনও অনুষ্ঠানস্থলে পৌঁছনোর জন্য মন্ত্রীদের ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে।