AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi Met Droupadi Murmu: রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন মোদী, রাইসিনা হিলসে তৈরি হচ্ছে নতুন সমীকরণ?

PM Modi Met Droupadi Murmu: এমনকি, সফর শেষ হলেও সাংহাই সম্মেলনে তৈরি হওয়া 'অলিখিত' জোট হয়ে উঠেছে বিশ্ব রাজনীতিরও মুচমুচে চর্চার বিষয়। আর সেই আলাপ-আলোচনা-দ্বিপাক্ষিক বৈঠকের পর রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী।

PM Modi Met Droupadi Murmu: রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন মোদী, রাইসিনা হিলসে তৈরি হচ্ছে নতুন সমীকরণ?
মুখোমুখি বৈঠকে মুর্মু-মোদীImage Credit: X
| Updated on: Sep 06, 2025 | 10:05 PM
Share

নয়াদিল্লি: রাইসিনা হিলসে বসল বৈঠক। রাষ্ট্রপতি ভবনে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা বললেন দ্রৌপদী মুর্মুর সঙ্গে। শনিবার নিজের এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে সেই সাক্ষাতের কথা জানান রাষ্ট্রপতি। কিন্তু কী নিয়ে আলোচনা চলল? সেটা ধোঁয়াশাই।

সম্প্রতি জাপান ও চিন সফর সেরে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হলেও, চিন সফরের গুরুত্ব একটু বেশি। এমনকি, সফর শেষ হলেও সাংহাই সম্মেলনে তৈরি হওয়া ‘অলিখিত’ জোট হয়ে উঠেছে বিশ্ব রাজনীতিরও মুচমুচে চর্চার বিষয়। আর সেই আলাপ-আলোচনা-দ্বিপাক্ষিক বৈঠকের পর রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী। তা হলে নয়াদিল্লিতে বদলাচ্ছে সমীকরণ?

সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন-এর বৈঠক যোগ দিতে গত সপ্তাহেই জাপানে হয়ে চিনে গিয়েছিলেন মোদী। চলতি সপ্তাহে ফিরেছেন দেশে। মোদীর চিন সফরে তাৎপর্যপূর্ণ পর্ব হয়ে থেকেছে জিনপিং ও পুতিনের সঙ্গে বৈঠক। যা দেখে ‘হুঁশ’ ফিরেছে আমেরিকারও। নয়াদিল্লির ‘বন্ধুত্ব’ তিনি যে ‘হারিয়ে ফেলছেন’, তা ট্রাম্প ভালই টের পেয়েছেন।

আর শুধুই কূটনৈতিক সম্ভবনা নয়। রয়েছে অভ্যন্তরীণ পট পরিবর্তনের কথাও। মোদীর সঙ্গে রাষ্ট্রপতি মুর্মুর ঠিক কী কথা হয়েছে, তা জানা সম্ভব হয়নি। তবে দেশের সাংবিধানিক শীর্ষ স্থানীয় দুই ব্যক্তিত্ব যখন আলোচনায় বসছেন, ঠিক তার দিন কয়েকের মাথায় রয়েছে উপরাষ্ট্রপতি ভোট। বাছা হবে ধনখড়ের উত্তরসূরিকে। আগামী ৯ই সেপ্টেম্বর রয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচন। তার আগে এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলেই মত একাংশের।