নয়া দিল্লি: গগনযান অভিযানে বড় অগ্রগতি! মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি), তিরুবনন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টারে (ভিএসএসসি) গগনযান অভিযানের জন্য নির্বাচিত চার মহাকাশচারীর নাম প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইসরোর প্রথম মহাকাশে মানুষ পাঠানোর এই অভিযানে সামিল হবেন, গ্রুপ ক্যাপ্টেন পি বালকৃষ্ণন নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ এবং উইং কমান্ডার এস শুক্ল। প্রধানমন্ত্রী জানিয়েছেন, একুশ শতকে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে এক বড় শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে দেশের। তিনি বলেন, “গগনযানে ব্যবহৃত বেশিরভাগ যন্ত্রপাতিই ভারতে তৈরি। এটা জেনে আমি খুবই খুশি হয়েছি। কাকতালীয় ঘটনা হল, ভারত যখন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হচ্ছে, সেই একই সময়ে ভারতের গগনযান আমাদের মহাকাশ গবেষণার ক্ষেত্রে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে চলেছে।” প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, এই চার নভোশ্চরকে ১৪০ কোটি মানুষের আকাঙ্ক্ষার প্রতিনিধি। চার দশক পর, ফের এক ভারতীয় পা রাখবেন মহাকাশে। আর এবার মহাকশযানটিও ভারতের তৈরি।
গগনযান অভিযানের জন্য নির্বাচিত এই চারজন কারা? আসুন সংক্ষেপে চিনে নেওয়া যাক তাঁদের –
গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালকৃষ্ণন নায়ার: ১৯৭৬ সালের ২৬ অগস্ট কেরলের থিরুভাজিয়াড়ে জন্মেছিলেন গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালকৃষ্ণন নায়ার। তিনি ন্যাশনাল ডিফেন্স আকাদেমি বা এনডিএ-র ছাত্র ছিলেন। তারপর এয়ার ফোর্স আকাদেমিতে যোগ দেন। সেখানে তিনি ‘সোর্ড অব অনার’ পেয়েছিলেন। ১৯৯৮ সালের ১৯ ডিসেম্বর ভারতীয় বায়ুসেনার ফাইটার স্ট্রীমে মোতায়েন করা হয় তাঁকে। তিনি একজন ‘ক্যাট এ ফ্লাইং ইন্সট্রাক্টর’ এবং একজন টেস্ট পাইলট। প্রায় ৩০০০ ঘণ্টা ওড়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। সুখোই-৩০ এমকেআই, মিগ-২১, মিগ-২৯, হক, ডর্নিয়ার, এএন-৩২ ইত্যাদি-সহ বিভিন্ন ধরনের যুদ্ধবিমান ওড়ানোর ক্ষমতা আছে তাঁর। একটি সুখোই-২০ স্কোয়াড্রনকে কমান্ডও করেছেন তিনি।
#WATCH | Prime Minister Narendra Modi reviews the progress of the Gaganyaan Mission and bestows astronaut wings to the astronaut designates.
The Gaganyaan Mission is India’s first human space flight program for which extensive preparations are underway at various ISRO centres. pic.twitter.com/KQiodF3Jqy
— ANI (@ANI) February 27, 2024
গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন: ১৯৮২ সালের ১৯ এপ্রিল তামিলনাড়ুর চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন। তিনি এনডিএ-র প্রাক্তন ছাত্র এবং এয়ার ফোর্স আকাদেমিতে প্রেসিডেন্টস গোল্ড মেডাল এবং সোর্ড অব অনার পেয়েছিলেন। ২০০৩-এর ২১ জুন ভারতীয় বায়ুসেনার ফাইটার স্ট্রিমে মোতায়েন করা হয়েছিল তাঁকে। তিনিও একজন ফ্লাইং ইন্সট্রাক্টর এবং টেস্ট পাইলট, প্রায় ২৯০০ ঘণ্টা ওড়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি সুখোই-৩০ এমকেআই, মিগ-২১, মিগ-২৯, হক, ডর্নিয়ার, এএন-৩২, জাগুয়ারের মতো বিভিন্ন ধরনের যুদ্ধবিমান ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে।
Views from the #Indian astronauts’ training programme during their time in Russia.
• Group Captain Prashanth Balakrishnan Nair
• Group Captain Ajit Krishnan
• Group Captain Angad Prathap
• Wing Commander Shubhansku Shukla#Gaganyaan #ISRO pic.twitter.com/833zX4nLJG— ISRO InSight (@ISROSight) February 27, 2024
গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ: ১৯৮২ সালের ১৭ জুলাই, উত্তর প্রদেশের প্রয়াগরাজে জন্মগ্রহণ করেছিলেন গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ। তিনিও এনডিএ-র প্রাক্তন ছাত্র। ২০০৪ সালের ১৮ ডিসেম্বর আইএএফ-এর ফাইটার স্ট্রিমে মোতায়েন করা হয়েছিল তাঁকে। তিনি একজন ফ্লাইং ইন্সট্রাক্টর এবং একজন টেস্ট পাইলট। প্রায় ২০০০ ঘন্টা উড়ার অভিজ্ঞতা রয়েছে। তিনি সুখোই-৩০ এমকেআই, মিগ-২১, মিগ-২৯, হক, ডর্নিয়ার, এএন-৩২, জাগুয়ার-সহ বিভিন্ন ধরনের যুদ্ধবিমান উড়িয়েছেন তিনি।
উইং কমান্ডার শুভাংশু শুক্ল: ১৯৮৫ সালের ১০ অক্টোবর উত্তর প্রদেশের উইং লখনউয়ে জন্মগ্রহণ করেন কমান্ডার শুভাংশু শুক্ল। তিনিও এনডিএ-র প্রাক্তন ছাত্র, ২০০৬-এর ১৭ জুন আইএএফ-এর ফাইটার স্ট্রিমে তাঁকে মোতায়েন করা হয়েছিল। তিনি একজন ফাইটার কমব্যাট লিডার এবং একজন টেস্ট পাইলট। প্রায় ২০০০ ঘণ্টা ওড়ার অভিজ্ঞতা রয়েছে। তিনি সুখোই-৩০ এমকেআই, মিগ-২১, মিগ-২৯, হক, ডর্নিয়ার, এএন-৩২, জাগুয়ার-সহ বিভিন্ন ধরনের যুদ্ধবিমান উড়িয়েছেন।