PM Modi’s security breach: প্রধানমন্ত্রীর নিরাপত্তার বড়সড় বিপত্তি, কপ্টারের খুব কাছে উড়ে এল কালো বেলুন! আটক ৪ কং কর্মী

Jul 04, 2022 | 5:48 PM

PM Modi's security breach: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় বড়সড় বিপত্তি। বর্তমানে তিনি অন্ধ্রপ্রদেশ সফরে রয়েছে। সোমবার (৪ জুলাই) বিশেষ হেলিকপ্টারে বিজয়ওয়াড়া যাওয়ার পথে প্রধানমন্ত্রীর কপ্টারের কাছাকাছি এসে গেল একঝাঁক কালো রঙের গ্যাস বেলুন।

PM Modis security breach: প্রধানমন্ত্রীর নিরাপত্তার বড়সড় বিপত্তি, কপ্টারের খুব কাছে উড়ে এল কালো বেলুন! আটক ৪ কং কর্মী
ফের প্রশ্নের মুখে প্রধানমন্ত্রীর সুরক্ষা

Follow Us

হায়দরাবাদ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় বড়সড় বিপত্তি। বর্তমানে তিনি অন্ধ্রপ্রদেশ সফরে রয়েছে। সোমবার (৪ জুলাই) বিশেষ হেলিকপ্টারে বিজয়ওয়াড়া যাওয়ার পথে, প্রধানমন্ত্রীর কপ্টারের কাছাকাছি এসে গেল একঝাঁক কালো রঙের গ্যাস বেলুন। এই ক্ষেত্রে অভিযোগের আঙুল কংগ্রেসের দিকে। সূত্রের খবর, ওই বেলুন স্থানীয় কংগ্রেস কর্মীরাই উড়িয়েছিলেন। এখনও পর্যন্ত এই ঘটনায় জড়িত অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। চারজনই কংগ্রেস কর্মী বলে পরিচিত।

প্রধানমন্ত্রী মোদীর অন্ধ্রপ্রদেশ সফরের সময় তাঁদের বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি ছিল। এদিন, প্রধানমন্ত্রী বিমানবন্দরে এসে পৌঁছনোর সময় স্থানীয় কংগ্রেস কর্মীরা মোদী বিরোধী স্লোগান দিচ্ছিলেন। তাদের হাতে ছিল মোদী বিরোধী পোস্টার-ব্যানার। সূত্রের খবর, তাদের মধ্যে বেশ কয়েকজন কংগ্রেস কর্মী হাতে কালো রঙের গ্যাস বেলুনের ঝাঁক নিয়ে দাঁড়িয়েছিলন।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োর সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, সম্ভবত একটি বাড়ির ছাদে সাদা জামা পরা এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। হাতে ধরা রয়েছে এক ঝাঁক কালো বেলুন। কয়েক সেকেন্ড পরে বেশ কয়েকটি কপ্টার উড়ে আসে। সম্ভবত সেগুলিই প্রধানমন্ত্রীর এবং তাঁর সুরক্ষা বাহিনীর কপ্টার। এরপর, ওই ব্যক্তিকে কপ্টারগুলি লক্ষ্য করে কালো বেলুনগুলি ছেড়ে দিতে দেখা গিয়েছে। একই সময়ে আশপাশ থেকে আরও কয়েক ঝাঁক কালো গ্যাস বেলুনকে উড়ে যেতে দেখা যায়। বেলুনগুলি প্রধানমন্ত্রীর কপ্টারের কাছাকাছি চলে যাওয়ায়, ওই ব্যক্তিদের উল্লাস প্রকাশ করতেও শোনা গিয়েছে। হাসতে হাসতে হাততালি শোনা যায়। তাদের ‘মোদি গো ব্যাক’ স্লোগান দিতেও শোনা গিয়েছে।


এদিন অন্ধ্রপ্রদেশের গান্নাভরম বিমানবন্দর থেকে বিশেষ হেলিকপ্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয়ওয়ারা যাচ্ছিলেন। হেলিকপ্টারটি ওড়র কিছু পরেই, কেসরপল্লী এলাকায় তাঁর কপ্টারের খুব কাছে ঝাঁক ঝাঁক কালো বেলুন উড়ে আসে। প্রসঙ্গত প্রধানমন্ত্রী বা কোনও ভিআইপির হেলিকপ্টার ওড়ার সময়, ওই এলাকায় বেলুন, ড্রোন ইত্যাদি ওড়ানো নিষিদ্ধ। এই ঘটনাকে প্রধানমন্ত্রীর গুরুতর নিরাপত্তাত লঙ্ঘন বলে মনে করছেন সুরক্ষা বিশেষজ্ঞরা।

এদিন অন্ধ্রপ্রদেশের গান্নাভরম বিমানবন্দর থেকে বিশেষ হেলিকপ্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয়ওয়ারা যাচ্ছিলেন। হেলিকপ্টারটি ওড়র কিছু পরেই, কেসরপল্লী এলাকায় তাঁর কপ্টারের খুব কাছে ঝাঁক ঝাঁক কালো বেলুন উড়ে আসে। প্রসঙ্গত প্রধানমন্ত্রী বা কোনও ভিআইপির হেলিকপ্টার ওড়ার সময়, ওই এলাকায় বেলুন, ড্রোন ইত্যাদি ওড়ানো নিষিদ্ধ। অথচ, প্রধানমন্ত্রীর কপ্টারের খুব কাছাকাছি চলে এসেছিল বেলুনগুলি। কোনও ক্ষয়ক্ষতি না হলেও সুরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা প্রমাণ করেছে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের ত্রুটি ছিল। প্রসঙ্গত কোনও রাজ্যে সফরের সময় প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দানের দায়িত্ব বর্তায় রাজ্য পুলিশের উপর।

প্রসঙ্গত, কোনও রাজ্যে সফরের সময় প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দানের দায়িত্ব বর্তায় রাজ্য পুলিশের উপর। এর আগে আরেক অ-বিজেপি শাসিত রাজ্য পঞ্জাবে গিয়েও নিরাপত্তা সংক্রান্ত বিপত্তির মুখে পড়েছিলেন প্রধানমন্ত্রী। সেই সময় পঞ্জাবে কংগ্রেস ক্ষমতায় ছিল। প্রধানমন্ত্রীর রাস্তা আটকে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানো হয়। তড়িঘড়ি নয়া দিল্লিতে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী।

Next Article