PM Modi in NE Meet : সংগ্রাম নয়, এখন আমরা স্নেহযাত্রা করব : মোদী

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jul 03, 2022 | 6:44 PM

PM Modi in NE Meet : তেলঙ্গনায় বিজেপির তরফে দু'দিনের সর্বভারতীয় বৈঠক ডাকা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 'বিজেপির নীতি হল ভারতকে সন্তুষ্টি থেকে সম্পূর্ণতার দিকে নিয়ে যাওয়া।'

PM Modi in NE Meet : সংগ্রাম নয়, এখন আমরা স্নেহযাত্রা করব : মোদী
ফাইল ছবি (সৌজন্যে : PTI)

Follow Us

হায়দরাবাদ : তেলঙ্গনায় বিজেপির তরফে দু’দিনের জাতীয় কার্যনির্বাহী বৈঠক ডাকা হয়েছে। গতকাল এক দফা আলোচনার পর আজ পুনরায় বৈঠক হয় বিজেপির নেতা-মন্ত্রীদের মধ্যে। এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি নেতাদের বলেছেন যে, বিজেপির নীতি হল ভারতকে সন্তুষ্টি থেকে সম্পূর্ণতার দিকে নিয়ে যাওয়া। বৈঠক শেষে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন।

তিনি সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘রাজ্যে যেখানে তাঁরা (দলীয় কর্মীরা) কঠোর পরিশ্রম করছেন এবং তবুও আদর্শের প্রতি অটল রয়েছে… প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে, আমাদের চিন্তাভাবনা হওয়া উচিত সন্তুষ্টি থেকে সম্পূর্ণতা। আমাদের উদ্দেশ্য় হল সেই চিন্তাভাবনাকেই স্পষ্ট করা।’ সূত্র মারফত জানা গিয়েছে, এদিন বৈঠকে মোদী আরও বলেছেন, ‘যেহেতু আমরা এখন ক্ষমতায় আছি, আমাদের উচিত ‘স্নেহযাত্রা’ বের করা। আগে আমরা সংগ্রাম যাত্রা বের করতাম। এখন তা স্নেহ যাত্রা হওয়া উচিত।’ তিনি এদিন অন্যান্য রাজনৈতিক দলের সংগ্রাম থেকে শিক্ষা নেওয়ার কথাও বলেন বিজেপি নেতাদের। রবিশঙ্কর প্রসাদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী মোদী বলেছেন, যেসব দল অস্তিত্বের জন্য এখনও লড়াই করছে তাদের উপর আমাদের হাসা বা ঠাট্টা করা উচিত নয়। তাদের থেকে আমাদের শেখা উচিত। এবং তাঁরা যে ভুল করেছেন সেগুলি আমাদের করা থেকে বিরত থাকতে হবে।’

বিজেপি নেতা আরও জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী মোদী গত কয়েক বছর ধরে দেশে বিজেপির বিস্তারের কথাও তুলে ধরেন।’ তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গ, কেরল ও তেলঙ্গনার মতো রাজ্যে বিজেপি কর্মীদের আগ্রহ নিয়ে কাজ করার প্রশংসা করেছেন মোদী। এরপর মোদী টুইটে জানান যে, তিনি এই কার্যনির্বাহী বৈঠকে অংশ নিয়েছেন। তিনি টুইটে লিখেছেন, ‘হায়দরাবাদে বিজেপির জাতীয় বৈঠকে বক্তৃতা রেখেছি। বিভিন্ন বিষয়ে নিয়ে কথা বলেছি। এর মধ্যে রয়েছে, উন্নয়নমূলক উদ্দেশ্য, গত ৮ বছরে জনহিতকর প্রচেষ্টা, মানুষের সঙ্গে আমাদের সংযোগ আরও নিবিড় করা।’

Next Article