Modi In NITI Aayog Meeting : ‘কোভিডের মোকাবিলায় সব রাজ্য এগিয়ে এসেছে’, ‘যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রশংসায়’ মোদী

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Aug 07, 2022 | 8:09 PM

Modi In NITI Aayog Meeting : সপ্তম নীতি আয়োগের বৈঠক অনুষ্ঠিত হল দিল্লিতে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোভিড মোকাবিলায় রাজ্যগুলির এগিয়ে আসার জন্য় সেই পদক্ষেপের প্রশংসা করেছেন।

Modi In NITI Aayog Meeting : কোভিডের মোকাবিলায় সব রাজ্য এগিয়ে এসেছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রশংসায় মোদী
ছবি সৌজন্যে : PTI

Follow Us

নয়া দিল্লি : রবিবার দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে নীতি আয়োগের সপ্তম বৈঠক অনুষ্ঠিত হল। এই বৈঠকের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন দেশে কোভিড পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র ও রাজ্যের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করেছেন। নীতি আয়োগের (NITI Aayog) পরিচালন পরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ‘প্রতিটি রাজ্য তাদের নিজেরে ক্ষমতা অনুযায়ী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং কোভিডের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে তাদের অবদান রয়েছে। উন্নয়নশালী দেশগুলির কাছে ভারতে বিশ্বনেতা হিসেবে তুলে ধরার একটি উদাহরণ সৃষ্টি হয়েছে।’

এদিনের বৈঠকে ২৩ জন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, ৩ জন লেফটেন্যান্ট জেনারেল, দু’জন প্রশাসনিক কর্তা ও অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত ছিলেন। কোভিড অতিমারির পর এই প্রথম সামনাসামনি নীতি আয়োগের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের উদ্বোধনী বক্তৃতাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, কোভিড সঙ্কটের সময় ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও কো-অপারেটিভ গঠন বিশ্বের কাছে একটি মজেল হয়ে থেকে যাবে। তিনি জানিয়েছেন, উন্নয়নশীল দেশগুলির কাছে ভারত একটি বার্তা পাঠিয়েছে যে, সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও স্থিতিস্থাপকতার সঙ্গে সব বাধা অতিক্রম করা সম্ভব। তিনি এর জন্য় দেশের সব রাজ্যের কথাও তুলে ধরেন। তিনি এদিন আরও বলেছেন, ‘ভারতের স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তিতে প্রথমবারের মতো ভারতের সমস্ত মুখ্য সচিব এক জায়গায় একত্রে মিলিত হয়েছেন। তিনদিন ধরে জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে।’

এদিনের বৈঠকে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা নিজেদের দাবিও তুলে ধরেন। এদিকে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি বৈচিত্র্যের গুরুত্ব এবং বিশেষ করে ভোজ্য তেলে স্বয়ংসম্পূর্ণ হওয়ার প্রয়োজনীয়তা ব্যক্ত করেছেন বলে জানা গিয়েছে। এ বছর আরও একাধিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। শস্য বৈচিত্র্যকরণ, ডাল, তৈলবীজ, অন্যান্য কৃষি পণ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন, স্কুল, উচ্চশিক্ষায় জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন এবং নগর প্রশাসন নিয়ে আলোচনা হয় এদিন। পণ্য ও পরিষেবা কর বা জিএসটি সম্পর্কে প্রধানমন্ত্রী এদিন বলেছেন, এবার কর সংগ্রহের অনেকটাই উন্নতি হয়েছে। তবে এর থেকেও বেশি আয় হতে পারে। তিনি বলেছেন, ‘জিএসটি সংগ্রহ বাড়ানোর জন্য কেন্দ্র এবং রাজ্যগুলির সম্মিলিত পদক্ষেপের প্রয়োজন। আমাদের অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে এবং ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পরিণত হওয়ার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেন ২০২৩ সালে জি২০ গোষ্ঠীর প্রধান হবে ভারত। গোটা বিশ্বকে এটাই দেখানোর সুযোগ যে, ভারত মানে শুধুই দিল্লি নয়। ভারত মানে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি। তিনি এদিন বৈঠকে বলেন, ‘আমাদের জি২০ ঘিরে একটি গণ আন্দোলন গড়ে তোলা উচিত। এটি আমাদের দেশে উপলব্ধ সেরা প্রতিভাকে চিহ্নিত করার সুযোগ দেবে।’ জি২০ প্রসঙ্গে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ‘জি২০ সভাপতিত্ব করা একটি বড় সুযোগ ও দায়িত্বের বিষয়। জি২০ এর ইতিহাসে এই প্রথমবার ভারত জি২০ বৈঠকের আয়োজন করবে। শুধুমাত্র দিল্লিতেই নয়, দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই বৈঠক অনুষ্ঠিত হবে।’

Next Article