নয়াদিল্লি: রবিবারের সন্ধেয় বড় চমক দিলেন প্রধানমন্ত্রী। মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্য়ানের সঙ্গে মুখোমুখি বসলেন দেশের প্রধানমন্ত্রী। আর মার্কিন আর্টিফিশিয়াল রিসার্চারের সঙ্গে আলোচনা বসে নিজের শৈশব থেকে রাজনীতি, প্রত্যেক পর্বই তুলে ধরলেন তিনি।
গুজরাটের ভাটনগরে জন্ম হয়েছিল প্রধানমন্ত্রী মোদীর। শৈশবে কেটেছে অত্যন্ত দারিদ্রতার সঙ্গেই। তার মধ্য়েও জারি থেকেছে পড়াশোনা ও কিশোর বয়সে জুড়েছেন রাজনীতি। এদিন মার্কিন পডকাস্টারের সঙ্গে মুখোমুখি আলোচনায় ছেলেবেলার সেই দিনগুলির কথাই তুলে ধরলেন প্রধানমন্ত্রী।
কী বললেন তিনি?
মুখোমুখি আলোচনায় প্রধানমন্ত্রী মোদী জুড়ে দিলেন নিজের শৈশবের ছোট গল্পগুলোকে। জানালেন কতটা দারিদ্র্যেতার মধ্য়ে দিয়ে বড় হতে হয়েছে তাঁকে। কিন্তু সেই অভাব কখনওই তাঁর কাছে বোঝা হয়ে দাঁড়ায়নি বলেই দাবি মোদীর। তাঁর কথায়, ‘প্রচুর কষ্টের মধ্য়ে বড় হতে হলেও, কখনও বঞ্চনা শিকার হতে হয়নি আমাকে। মানুষের স্নেহেই কেটে গিয়েছিল জীবনের অর্থাভাব।’
এরপর তিনি আরও বলেন, ‘ছেলেবেলায় আমার কাকা আমাকে একটা সাদা রঙের জুতো দিয়েছিল। অন্যদের কাছে জুতো পরিষ্কারের সামগ্রী থাকলেও, আমার কাছে তা ছিল না। তাই স্কুলের ফেলে দেওয়া চকগুলোকে দিয়ে সেই সাদা জুতো ঝাঁ চকচকে রাখার চেষ্টা করতাম। অর্থাভাবকে কখনওই আমি সংগ্রাম হিসাবে দেখিনি।’