PM Modi in Chennai: সদ্যোজাত যমজ শিশুকে ছেড়ে মোদীর সঙ্গে দেখা করতে এলেন BJP কর্মী!

Mar 04, 2024 | 10:40 PM

PM Modi in Chennai: এদিন এারপোর্টেই এই বিজেপি কর্মীর সঙ্গে আলাপচারিতায় মাতেন প্রধানমন্ত্রী মোদী। দলের প্রতি তাঁর ভালবাসা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী। পরে সোশ্যাল মিডিয়াতেও এই বিজেপি কর্মীর কথা ভাগ করে নেন তিনি। কেন আলাদা করে এই কর্মীর কথা বললেন প্রধানমন্ত্রী?

PM Modi in Chennai: সদ্যোজাত যমজ শিশুকে ছেড়ে মোদীর সঙ্গে দেখা করতে এলেন BJP কর্মী!
চেন্নাই বিমানবন্দরে বিজেপি কর্মী অসওয়ান্ত পিজাই-এর সঙ্গে প্রধানমন্ত্রী মোদী
Image Credit source: TV9 Bangla

Follow Us

চেন্নাই: সোমবার (৪ মার্চ) একদিনের সফরে তামিলনাড়ু গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চেন্নাই বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বহু বিজেপি নেতা। নেতাদের সেই ভিড়ের মধ্যে ছিলেন বিজেপি কর্মী অসওয়ান্ত পিজাই-ও। এদিন এারপোর্টেই এই বিজেপি কর্মীর সঙ্গে আলাপচারিতায় মাতেন প্রধানমন্ত্রী মোদী। দলের প্রতি তাঁর ভালবাসা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী। পরে সোশ্যাল মিডিয়াতেও এই বিজেপি কর্মীর কথা ভাগ করে নেন তিনি। কেন আলাদা করে এই কর্মীর কথা বললেন প্রধানমন্ত্রী? কোথায় বাকিদের থেকে আলাদা হলেন তিনি?

প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, অসওয়ান্ত পিজাইয়ের স্ত্রী, এদিনই যমজ সন্তানের জন্ম দিয়েছেন। তবু, প্রধানমন্ত্রী আসছেন বলে, সদ্যজাত সন্তানদের সঙ্গে দেখা না করেই এই বিজেপি কর্মী এয়ারপোর্টে এসেছেন। এই ঘটনা জানার পর, প্রধানমন্ত্রী মোদী তাঁকে বলেন, স্ত্রী-সন্তানদের উপেক্ষা করে, তাঁকে স্বাগত জানাতে আসা তাঁর উচিত হয়নি। পিজাইকে তিনি পরামর্শ দেন, যেকোনও রাজনৈতিক বাধ্যবাধকতার থেকে পরিবারকে অগ্রাধিকার দেওয়া উচিত। অসওয়ান্ত পিজাইয়ের পরিবারকে আশীর্বাদও করেন প্রধানমন্ত্রী।


সোশ্যাল মিডিয়ায় পিজইয়ের সঙ্গে তাঁর সাক্ষাতের মুহূর্তের ভিডিয়ো শেয়ার করে, প্রধানমন্ত্রী বলেছেন, “একটি অত্যন্ত বিশেষ সাক্ষাতের কথা জানাতে চাই! চেন্নাই বিমানবন্দরে, অসওয়ান্ত পিজাই নামে আমাদের একজন কর্মকর্তা আমাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন। তিনি আমাকে জানান, তাঁর স্ত্রী সবেমাত্র যমজ সন্তানের জন্ম দিয়েছেন। কিন্,তু তিনি এখনও তাদের সঙ্গে দেখা করেননি। আমি তাঁকে বলেছি, তাঁর এখানে আসা উচিত হয়নি। তাঁকে এবং তাঁর পরিবারকে আমার আশীর্বাদ দিয়েছি। আমাদের পার্টিতে এমন নিবেদিতপ্রাণ কর্মকর্তা রয়েছে দেখে খুব আনন্দ হয়। আমাদের কর্মকর্তাদের এমন ভালবাসা এবং স্নেহ আমাকে আবেগপ্রবণ করে তোলে।”

তামিলনাড়ু সফরকালে, প্রধানমন্ত্রী মোদী কলপক্কমে কয়েক হাজার কোটি টাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়া, তিনি এক সমাবেশে বক্তৃতাও দেন। রাজ্যের বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সরকার কী কী পরিকল্পনা করেছে, তার রূপরেখা এই সমাবেশে তুলে ধরেন তিনি।

Next Article