Modi in Maharashtra: ভোটমুখী রাজ্য পাচ্ছে নতুন বন্দর, শুক্রে পা রাখছেন মোদী, সঙ্গী উন্নয়ন

Aug 29, 2024 | 9:32 PM

Modi in Maharashtra: ভোটের সূচি ঘোষণা করা হয়নি, তবে সামনেই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। তার আগে, শুক্রবার (৩০ অগস্ট), একগুচ্ছ প্রকল্প নিয়ে মহারাষ্ট্রর মুম্বই এবং পালঘর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পালঘরে ভাধবন বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপনও করবেন তিনি।

Modi in Maharashtra: ভোটমুখী রাজ্য পাচ্ছে নতুন বন্দর, শুক্রে পা রাখছেন মোদী, সঙ্গী উন্নয়ন
মহারাষ্ট্রকে নয়া বন্দর উপহার দিচ্ছেন মোদী
Image Credit source: TV9 Bangla

Follow Us

মুম্বই: ভোটের সূচি ঘোষণা করা হয়নি, তবে সামনেই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। তার আগে, শুক্রবার (৩০ অগস্ট), একগুচ্ছ প্রকল্প নিয়ে মহারাষ্ট্রর মুম্বই এবং পালঘর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমেই তিনি যাবেন মুম্বইয়ে। সেখানে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজিত ‘গ্লোবাল ফিনটেক ফেস্ট’ (GFF)-এ ভাষণ দেবেন তিনি। পেমেন্ট কাউন্সিল অব ইন্ডিয়া, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া এবং ফিনটেক কনভারজেন্স কাউন্সিল যৌথভাবে এই ফিনটেক ফেস্টের আয়োজন করেছে। পরে, প্রধানমন্ত্রী যাবেন পালঘরে। সেখানে তিনি সিডকো মাঠে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

কী কী রয়েছে তার মধ্যে? পালঘরে ভাধবন বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মোদী। পালঘর জেলার ডাহানু শহরের কাছে তৈরি হবে এই বন্দর। ভারতের বৃহত্তম গভীর-জলের বন্দরগুলির মধ্যে অন্যতম হতে চলেছে এটি। এই বন্দর আন্তর্জাতিক শিপিং রুটের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকবে। ফলে, ট্রানজিটের সময় এবং খরচ – দুটোই কমবে। এই প্রকল্পের জন্য মোট খরচ ধার্য করা হয়েছে প্রায় ৭৬,০০০ কোটি টাকা। গভীরতর জন্য বড় মাপের কন্টেইনার জাহাজ এবং অতি-বৃহৎ কার্গো জাহাজগুলিও এই বন্দরে নোঙর করতে পারবে। ফলে ভাধবন বন্দর একটি বিশ্বমানের মেরিটাইম গেটওয়ে হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশা করছে সরকার। অত্যাধুনিক প্রযুক্তি, পরিকাঠামো, বন্দরে গভীর বার্থ, দক্ষ কার্গো হ্যান্ডলিং পরিষেবা – সব মিলিয়ে আধুনিক বন্দরের সকল ব্যবস্থাপনা থাকবে এই বন্দরে।

এছাড়া, পালঘরে প্রধানমন্ত্রী মোদী প্রায় ১,৫৬০ কোটি টাকার ২১৮টি মৎস্য প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সারা দেশে মৎস চাষের ক্ষেত্রে উত্পাদনশীলতা বৃদ্ধিই এই প্রকল্পগুলির লক্ষ্য। সেই সঙ্গে প্রায় ৩৬০ কোটি টাকা ব্যয়ে ন্যাশনাল রোল আউট অব ভেসেল কমিউনিকেশন অ্যান্ড সাপোর্ট সিস্টেম চালু করবেন প্রধানমন্ত্রী৷ এই প্রকল্পের অধীনে, ১৩টি উপকূলীয় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে যান্ত্রিক এবং মোটরচালিত মাছ ধরার জাহাজগুলিতে, পর্যায়ক্রমে ১ লক্ষ ট্রান্সপন্ডার স্থাপন করা হবে। স্পরূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই সিস্টেমটি তৈরি করেছে ইসরো। সমুদ্রে থাকাকালীন মৎস্যজীবীদের দ্বিমুখী যোগাযোগ স্থাপনে সাহায্য করবে এই ব্যবস্থা। উদ্ধার অভিযানেও সাহায্য করবে এবং সেইসঙ্গে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করবে। পালঘরে একটি অ্যাকোয়াপার্কেরও উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article