PM Narendra Modi: ‘বিজেপির কাজ হজম হচ্ছে না, প্রকাশ্যে বলছে মোদী তেরি কবর খুদেগি’, বিরোধীদের একহাত নিলেন নমো

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 06, 2023 | 11:12 AM

BJP Foundation Day: নয়া দিল্লির সদর দফতর থেকে বিজেপি-র কার্যকর্তাদের উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের বিভিন্ন প্রান্তে বিজেপির কার্যালয় থেকে নরেন্দ্র মোদীর ভাষণ সম্প্রচার করা হবে।

PM Narendra Modi: বিজেপির কাজ হজম হচ্ছে না, প্রকাশ্যে বলছে মোদী তেরি কবর খুদেগি, বিরোধীদের একহাত নিলেন নমো
বিজেপির বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী।

Follow Us

নয়া দিল্লি: আজ ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস(BJP Foundation Day)। ৪৪ তম বর্ষে পা দিচ্ছে কেন্দ্রের শাসক দল। বিজেপির এই বর্ষপূর্তি উপলক্ষে আজ দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নয়া দিল্লির সদর দফতর থেকে বিজেপি-র কার্যকর্তাদের উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দেশের বিভিন্ন প্রান্তে বিজেপির কার্যালয় থেকে নরেন্দ্র মোদীর ভাষণ সম্প্রচার করা হবে। বিজেপির প্রতিষ্ঠা দিবসে সকালে প্রথমে দলের প্রধান কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda)। তারপরে বিজেপি-র কার্যকর্তাদের উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী।

বিজেপির বর্ষপূর্তি অনুষ্ঠান ও প্রধানমন্ত্রীর সম্ভাষণ দেখে নিন এক নজরে-

  1. বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, “বিজেপি একটি রাজনৈতিক দল কিন্তু গোটা দেশের উন্নতির জন্য কাজ করে। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আমাদের দল বিপুল সাফল্য অর্জন করেছে। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে এক ভারত শ্রেষ্ঠ ভারতের অনুপ্রেরণা পেয়েছি।”
  2. দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে সকলকে হনুমান জয়ন্তীর শুভেচ্ছা জানান। তিনি বলেন, “সকলকে হনুমান জয়ন্তীর শুভেচ্ছা জানাই। হনুমানজী সর্বশক্তিমান, তিনি সমস্ত অসাধ্য় সাধন করতে পারেন। এত শক্তিমান হয়েও তিনি নম্র। আমরা হনুমানজীর থেকে অনুপ্রাণিত। আজ ভারত নিজের দক্ষতা ও ক্ষমতা বুঝতে পারছে ঠিক যেভাবে হনুমানজী নিজের শক্তি বুঝেছিলেন। আইন-শৃঙ্খলা বজায় রাখতে ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বিজেপি হনুমানজীর থেকেই অনুপ্রাণিত। আমরা যদি হনুমানজীর গোটা জীবনটা দেখি, তবে দেখব যে সব করতে পারি এই মানসিকতাই তাঁকে সমস্ত সাফল্য অর্জন করতে সাহায্য করেছে।”
  3. বিজেপি দিন-রাত এক করে দেশের জন্য কাজ করছে। আমাদের দল মা ভারতীর প্রতি উৎসর্গ। সংবিধান ও দেশ রক্ষায় ব্রতী বিজেপি।
  4. বিজেপির কাছে সবথেকে গুরুত্বপূর্ণ দেশ। দেশের উন্নয়নের লক্ষ্যেই নিরন্তর কাজ ও পরিশ্রম করে চলেছে বিজেপি।
  5. বিরোধীদের আক্রমণ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, “যারা আমাদের হিংসা করে, তারা আমাদের দলের বিরুদ্ধে মিথ্যাচার করছে।”
  6. ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী বলেন, “২০১৪ সালের দেশের জনগণ ইতিহাস তৈরি করেছিল। আামাদের এই রীতি বজায় রাখতে হবে।”
  7. তিনি বলেন, “ওরা (বিরোধী দলগুলি) কখনও ভাবতেই পারেনি যে ৩৭০ অনুচ্ছেদ কখনও ইতিহাস হয়ে যাবে। বিজেপির কাজ করছে,  এই বিষয়টা ওরা হজমই করতে পারে না। আজ তারা এতটাই মরিয়া হয়ে উঠেছে যে প্রকাশ্যে বলছে মোদী তেরি কবর খুদেগি।”
  8. প্রধানমন্ত্রী বলেন, “বিজেপি সামাজিক ন্যায়বিচারে বিশ্বাস করে। আমরা কোনও ভেদাভেদ করি না। ৮০ কোটি মানুষ পিএম অন্ন যোজনার অধীনে বিনামূল্যে রেশনের সুবিধা পাচ্ছেন। প্রধানমন্ত্রী জন ধন যোজনা সহ অন্যান্য় নানা সরকারি প্রকল্পে কোটি কোটি মানুষ উপকৃত হচ্ছেন। এটাই সামাজিক ন্যায়, যা বিজেপি করছে। কিন্তু বিরোধীরা শুধুমাত্র তাদের নিজেদের পরিবার নিয়েই চিন্তা করে।”
  9. সরকারের সাফল্যের খতিয়ান দিয়ে মোদী জানান, স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো, কৃষি, প্রতিরক্ষা সহ একাধিক খাতে উন্নয়ন করেছে বিজেপি। দেশকে সর্বদা অগ্রগণ্যতা দিয়েছে বিজেপি, সমাজের সকল স্তরের উন্নতি ও ক্ষমতায়নের জন্য কাজ করছে বিজেপি।
  10. তিনি বলেন,”বিজেপি সবকা হাত, সবকা সাথ ও সবকা প্রয়াসে বিশ্বাসী।”
  11. বিজেপির ৪৪তম বর্ষপূর্তি উপলক্ষে ৬ এপ্রিল থেকে ১৪ এপ্রিল অবধি দলের তরফে যে সামাজিক সম্প্রীতির কর্মসূচির আয়োজন করা হয়েছে, তাতে সমস্ত দলীয় কর্মীদের যোগদানের আর্জি জানান তিনি।

 

Next Article