PM Narendra Modi: ‘অপারেশন দোস্ত’-এর সদস্যদের সঙ্গে আলাপচারিতার কথা কখনও ভুলবেন না, টুইট নমো-র

'অপারেশন দোস্ত'-এর এক মহিলা সদস্য ছোট-ছোট দুই সন্তানকে বাড়িতেরেখেই 'তুরস্ক-অপারেশন'-এ গিয়েছিলেন। যা শুনে অভিভূত প্রধানমন্ত্রী।

PM Narendra Modi: 'অপারেশন দোস্ত'-এর সদস্যদের সঙ্গে আলাপচারিতার কথা কখনও ভুলবেন না, টুইট নমো-র
'অপারেশন দোস্ত'-এর সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি সৌজন্য: টুইটার।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 21, 2023 | 1:45 PM

নয়া দিল্লি: ভূমিকম্প-বিধ্বস্ত তুরস্কে (Turkey Earthquake) টানা ১০ দিন ধরে উদ্ধারকাজ চালিয়ে দেশে ফিরে এসেছেন ‘অপারেশন দোস্ত’ (Operation Dost) দলের সদস্যরা। সোমবার দেশে ফিরতেই তাঁদের সঙ্গে আলাপচারিতা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘অপারেশন দোস্ত’-এর সদস্যরা ‘তুরস্ক-অপারেশন’-এ তাঁদের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর কাছে। যা শুনে অভিভূত নমো (PM Narendra Modi)। তাঁদের কাজের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি এই আলাপচারিতা কখনও ভুলবেন না বলে মঙ্গলবার সকালে একটি টুইট করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী মোদী ‘অপারেশন দোস্ত’-এর সঙ্গে আলাপচারিতার যে মুহূর্ত এদিন টুইটারে শেয়ার করেছেন, সেখানে যেমন ভারতীয় সেনার প্রতি তুরস্কের ভূকম্প-বিধ্বস্ত মানুষগুলোর ভরসার কথা রয়েছে, তেমনই ছোট সন্তান, পরিবার ছেড়ে এক মায়ের ‘তুরস্ক-অপারেশনে’ যাওয়ার কথাও রয়েছে। ‘অপারেশন দোস্ত’-এ সামিল বায়ুসেনার এক সদস্য জানান, ভারতীয় সেনাদের দেখে যে তাঁরা (ভূকম্প-বিধ্বস্ত তুরস্কের মানুষ) ভরসা পেয়েছেন, তা তাঁদের চোখে-মুখে ফুটে উঠেছে। আবার এক সেনা জওয়ান বলেন, “ধ্বংসস্তূপ থেকে একজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করি। আমরা তাঁকে যখন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছিলাম, গাড়িতে তুলছিলাম তখন তাঁর চোখ জলে ভরে ওঠে এবং আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন। এটা একটা বড় পাওনা।” আবার কেউ বলেন, “ধ্বংসস্তূপ থেকে অসহায় মানুষদের যেভাবে উদ্ধার করেছি, তাঁরা প্রাণ ফিরে পেয়ে যেভাবে আবেগপ্রবণ হয়ে পড়েন এবং আশীর্বাদ করেন, সেটা বড় পাওনা।”

আবার ভূমিকম্প-বিধ্বস্ত তুরস্কের অসহায় মানুষদের উদ্ধার করতে নিজের পরিবার, সন্তানদের ছেড়ে যাওয়ার ব্যাপারেও পিছুপা হননি ‘অপারেশন দোস্ত’-এর সদস্যরা। এই দলের এক মহিলা সদস্য তাঁর একেবারে ছোট-ছোট দুই সন্তানকে বাড়িতে পরিবারের অন্যান্য সদস্যদের কাছে রেখেই ‘তুরস্ক-অপারেশন’-এ গিয়েছিলেন। এটাই ছিল তাঁর প্রথম অভিযান। তাঁর কথা শুনে অভিভূত হয়ে যান প্রধানমন্ত্রী। তাই এঁদের কথা কখনও ভুলবেন না বলে এদিন ফের টুইট করেছেন তিনি।

এদিনের টুইটে ‘অপারেশন দোস্ত’-এর সদস্যদের সঙ্গে তাঁর আলাপচারিতার টুকরো-টুকরো মুহূর্ত এবং তাঁদের অভিজ্ঞতার কথার ভিডিয়ো তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘অপারেশন দোস্ত’-এর সদস্যদের কাজে অভিভূত নমো এই টুইটের ক্যাপশনে লিখেছেন, “আমি অপারেশন দোস্ত-এর সঙ্গে আলাপচারিতা এবং অপারেশন দোস্ত-এর যে সদস্যরা এই আলাপচারিতায় অংশ নিয়েছিলেন, তাঁদের আমি সর্বদা মনে রাখব।”

মানবতার দিক ভারত সর্বদা এগিয়ে থাকে বলে অপারেশন দোস্ত-এর আলাপচারিতায় উল্লেখও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে কোনও দুর্যোগে যে কোনও দেশের পাশে দাঁড়ানো ভারতের সংস্কৃতি দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমরা গোটা বিশ্বকে পরিবার মনে করি। যদি পরিবারের কোনও সদস্য সংকটে পড়ে তাহলে ভারতের কর্তব্য আগে সেখানে ছুটে যাওয়া। সেটা যে দেশই হোক, মানবতা, সাহায্যের প্রশ্ন উঠলে ভারত মানবকতাকেই প্রাধান্য দেয়। প্রাকৃতিক দুর্যোগের সময় সহায়তা কত দ্রুত পৌঁছয় সেটাই গুরুত্বপূর্ণ। ওটাকে গোল্ডেন আওয়ার বলে।” ‘অপারেশন দোস্ত’-এর সদস্যরা সেই গোল্ডেন আওয়ার মুহূর্তে তুরস্কে পৌঁছে উদ্ধারকাজে সামিল হওয়ায় তাঁদের ‘স্যালুট’ও জানিয়েছেন নমো।