‘এই যন্ত্রণা ভোলার নয়’, ১৪ অগস্ট ‘দেশভাগের ভয়াবহতা স্মরণ দিবস’ হিসাবে পালনের ঘোষণা প্রধানমন্ত্রীর

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 14, 2021 | 11:48 AM

Partition Horrors Remembrance Day: প্রধানমন্ত্রী টুইটে লেখেন, "এই দিনটি আমাদের বারবার মনে করিয়ে দিক যে সামাজিক বিভাজন, বিভেদ দূর করে একতা, সামাজিক সম্প্রীতি এবং ক্ষমতায়নের চেতনাকেই আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দিতে থাকুক।"

এই যন্ত্রণা ভোলার নয়, ১৪ অগস্ট দেশভাগের ভয়াবহতা স্মরণ দিবস হিসাবে পালনের ঘোষণা প্রধানমন্ত্রীর
ফাইল চিত্র।

Follow Us

নয়া দিল্লি: স্বাধীনতার ৭৫ তম বর্ষে পা দিতে চলেছে দেশ। তার আগেই দেশবিভক্ত হয়ে যাওয়ার যন্ত্রণার স্মৃতি মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজীবন এই দিনটি মনে রাখতে ঘোষণা করলেন এই দিনটি “দেশভাগের ভয়াবহতা স্মরণ দিবস” (Partition Horrors Remembrance Day) হিসাবে পালন করা হবে। এ দিন টুইটারে এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী, বলেন, “দেশভাগের যন্ত্রণা কখনও ভোলা যাবে না।”

এ দিন প্রধানমন্ত্রী টুইটে লেখেন, “দেশভাগের এই কষ্ট ভোলার নয়। এই দিনেই  আমাদের লক্ষাধিক ভাইবোন একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন এবং বহু মানুষ কেবল হিংসা ও ঘৃণার জেরে নিজেদের প্রাণ হারিয়েছিলেন। স্বাধীনতার জন্য দেশবাসীর আত্মত্যাগ ও প্রচেষ্টাকে সম্মান জানিয়েই ১৪ অগস্ট দিনটি দেশভাগের ভয়াবহতা স্মরণ দিবস হিসাবে পালন  করা হবে।”

তিনি আরও লেখেন, “এই দিনটি আমাদের বারবার মনে করিয়ে দিক যে সামাজিক বিভাজন, বিভেদ দূর করে একতা, সামাজিক সম্প্রীতি এবং ক্ষমতায়নের চেতনাকেই আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দিতে থাকুক।”

১৯৪৭ সালে ভারত স্বাধীনতা পেলেও দেশকে ভেঙে দু’টুকরো করে দেওয়া হয়। অবিভক্ত ভারতবর্ষের বদলে তৈরি হয় ভারত ও পাকিস্তান। দেশভাগের জেরে ঘরছাড়া হন লক্ষাধিক মানুষ। শুরু হয় ধর্মীয় ভেদাভেদ, গণলুন্ঠন সহ নানা বীভৎস ঘটনা। দেশভাগের সেই যন্ত্রণাকেই স্মরণ করে প্রধানমন্ত্রী আজকের দিনটি বিশেষভাবে মনে রাখার অনুরোধ করলেন।

আগামিকাল স্বাধীনতা দিবস। ৭৫ তম বর্ষে পা দেওয়ার উপলক্ষে স্বাধীনতা দিবসের ৭৫ সপ্তাহ আগেই “আজাদি কা মহোৎসব (Azadi ka Amrit Mahotsav) অনুষ্ঠানের সূচনা করেন  প্রধানমন্ত্রী।  ৯১ বছর আগে ১২ মার্চ ব্রিটিশদের বিরুদ্ধে ডান্ডি পদযাত্রার সূচনা করেছিলেন মহাত্মা গান্ধী (Mahatma Gandhi)।সেই দিন থেকেই আজাদি কা মহোৎসবের সূচনা করেন প্রধানমন্ত্রী,  প্রতীকী ডান্ডি পদযাত্রার মাধ্যমে শুরু করা হয় এই বিশাল কর্মসূচির।

স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তিকে কেন্দ্র করে গতবছর থেকেই নানা পরিকল্পনা শুরু করেছিলেন প্রধানমন্ত্রী। বিভিন্ন অনুষ্ঠানেও তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেছিলেন, সকলেই যেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ৭৫ সপ্তাহব্যপী এই অনুষ্ঠানের সূচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে লিখেছিলেন, “সবরমতী আশ্রম থেকে অমৃত মহোৎসবের সূচনা হবে। এই স্থান থেকে শুরু হয়েছিল ডান্ডি পদযাত্রা। ভারতবাসীদের মধ্যে আত্মনির্ভরতা ও গর্বের প্রতীক হবে এই পদযাত্রা। ভোকাল ফর লোকালের মাধ্যমে বাপু ও দেশের স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানানো হবে।”

দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি স্বদেশী পণ্য কিনে, তা সোশ্যাল মিডিয়ায় #VocalForLocal ব্যবহার করে ছবি পোস্ট করার অনুরোধ করেন। এছাড়াও একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।

Next Article