PM Narendra Modi: ‘বাইরের রাগ সংসদে দেখাবেন না’, পরাজয় থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

PM Modi in Parliament: প্রধানমন্ত্রী মোদী বলেন, "বিরোধীদের কাছে এটা সুযোগ। এই পরাজয় নিয়ে রাগ না দেখিয়ে, নির্বাচনের ফল থেকে শিক্ষা নিন। বিগত ৯ বছর ধরে যে সমালোচনা করছেন, তা পরিত্যাগ করে ইতিবাচক কথা বলুন। হার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলুন। শুধু বিরোধিতায় গলা ফাটানো, রাগ দেখানোয় লাভ নেই।"

PM Narendra Modi: 'বাইরের রাগ সংসদে দেখাবেন না', পরাজয় থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
সংসদ ভবনের বাইরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদী।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 04, 2023 | 10:56 AM

নয়া দিল্লি: আজ, ৪ ডিসেম্বর থেকে শুরু হল সংসদের শীতকালীন অধিবেশন (Winter Session of Parliament)। সংসদের অধিবেশন শুরুর আগে নতুন সংসদ ভবন চত্বরে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। দেশবাসীর উদ্দেশে তিনি বলেন-

  1. ঠান্ডা হয়তো দেরীতে আসছে, কিন্তু রাজনীতির উত্তাপ দ্রুত বাড়ছে। গতকালই ৪ রাজ্যের নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে। অত্যন্ত উৎসাহজনক ফল এটি। যারা দেশের মানুষের হয়ে কাজ করছেন, দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সমর্থিত, তাদের উৎসাহ দেবে এই ফলাফল। সমাজের প্রতিটি স্তরের, গ্রাম ও শহরের মহিলা, যুব সম্প্রদায়, কৃষক ও গরিব মানুষ -এই চার শ্রেণির ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। এদের জন্য় বহু যোজনা আনা হয়েছে ও প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে। যারা এই প্রতিশ্রুতি পূরণ করেছেন, তাঁরা বিপুল জনসমর্থন পেয়েছেন।
  2. যখন সুশাসন হয়, তখন সরকারের উপরে অনাস্থা শব্দটাই অপ্রাসঙ্গিক হয়ে যায়। আমরা লাগাতার দেখছি, অনুভব করছি যে সুশাসনের প্রভাব কতটা। বিপুল জনসমর্থন নিয়ে আমরা ক্ষমতায় এসেছি।
  3. নতুন সংসদ ভবনে এবার আমরা দীর্ঘ সময় ধরে কাজ করার সুযোগ পাব। নতুন সংসদ নিয়ে সকলের মতামতকে স্বাগত। ভুল-ত্রুটি বা অন্য কিছু নজরে পড়লে অবশ্যই জানাবেন।
  4. সকল সাংসদদের অনুরোধ করছি, লোকতন্ত্রের এই মন্দির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মঞ্চ। সকল সাংসদকে অনুরোধ, আপনারা প্রস্তুতি নিয়ে আসুন। যে বিলগুলি পেশ করা হবে, তা নিয়ে চর্চা করুন।  চর্চা না হলে, সংসদ কীভাবে চলবে?
  5. বিরোধীদের কাছে এটা সুযোগ। এই পরাজয় নিয়ে রাগ না দেখিয়ে, নির্বাচনের ফল থেকে শিক্ষা নিন। বিগত ৯ বছর ধরে যে সমালোচনা করছেন, তা পরিত্যাগ করে ইতিবাচক কথা বলুন। হার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলুন। শুধু বিরোধিতায় গলা ফাটানো, রাগ দেখানোয় লাভ নেই। আপনাদের এই ছবি লোকতন্ত্রের জন্য ভাল নয়। আমরা ১০ পা চললে, আপনারা ১২ পা এগিয়ে যান। কিন্তু বাইরের পরাজয়ের রাগ সংসদে দেখাবেন না। হতাশা, নিরাশা থাকবেই, কিন্তু লোকতন্ত্রের এই মন্দিরকে অপবিত্র করবেন না। নিজেদের দৃষ্টিভঙ্গি বদলান। বিরোধিতা ছাড়ুন, দেশের উন্নতির জন্য সমর্থন করুন। ভুল-খামতি থাকলে, তা অবশ্যই বের করুন। কিন্তু শুধু বিরোধিতা করবেন না।