প্রধানমন্ত্রী মোদীর হাত থেকে পিএইচডি ডিগ্রি নিলেন সত্তর বছরের বৃদ্ধ!

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jul 29, 2022 | 6:26 PM

Anna University: শুক্রবার চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়ের ৪২তম সমাবর্তনে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাবর্তনে প্রধানমন্ত্রীর হাত থেকে পিএইচডি ডিগ্রি নিলেন এক ৭০ বছর বয়সী বৃদ্ধ।

প্রধানমন্ত্রী মোদীর হাত থেকে পিএইচডি ডিগ্রি নিলেন সত্তর বছরের বৃদ্ধ!
চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়ের ৪২তম সমাবর্তনে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Follow Us

চেন্নাই: শুক্রবার চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়ের ৪২তম সমাবর্তনে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাবর্তন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন। অনুষ্ঠান চলাকালীন, প্রধানমন্ত্রী মোদী ৬৯ জন স্বর্ণপদক বিজয়ীকে স্বর্ণপদক এবং শংসাপত্র প্রদান করেন। অনুষ্ঠানে এক ৭০ বছর বয়সী বৃদ্ধও প্রধানমন্ত্রীর হাত থেকে পিএইচডি ডিগ্রি গ্রহণ করেন। জানা গিয়েছে, এই ডিগ্রি অর্জনে তাঁর ৮ বছর সময় লেগেছে। সমাবর্তন অনুষ্ঠান যে প্রেক্ষাগৃহে হয়, সেখানে লোকর ধরার আর জায়গা ছিল না। তাই অনেকেই নিজ নিজ শ্রেণিকক্ষেই বসেছিলেন। বক্তৃতার পর, ঘরে ঘরে গিয়ে তাঁদের সঙ্গেও সাক্ষাত করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতির ফলে এদিন আন্না বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল দেখার মতো। তবে তারপরও এদিনের অনুষ্ঠানের প্রচারের আলো কেড়ে নেন ৭০ বছর বয়সে পিএইচডি ডিগ্রি পাওয়া রাজাগোপাল। সংবাদ সংস্থা এএনআই-কে তিনি জানিয়েছেন, “অশিক্ষক কর্মী-সহ আমি আমার সকল সহকর্মীদের কাছ থেকে আন্তরিক সাহায্য পেয়েছি। সমাবর্তনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাছে পেয়ে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি।”

আন্না বিশ্ববিদ্যালয়ের ৪২তম সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আজ যাঁরা স্নাতক হলেন তাঁদের সবাইকে অভিনন্দন। মনে মনে আপনারা ইতিমধ্যেই নজেদের জন্য একটি ভবিষ্যত পরিকল্পনা তৈরি করে ফেলছেন। তাই, আজ শুধু অর্জনের দিন নয়, উচ্চাকাঙ্খারও দিন। আমি চাই আমাদের তরুণদের সকল স্বপ্ন পূরণ হোক। শিক্ষক এবং অন্যান্য শিক্ষাকর্মীদের প্রতি বলি, আপনারাই জাতি-নির্মাতা, আগামী দিনের নেতা তৈরি করছেন।”

অন্যদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন রাজ্যের শিক্ষার পরিবেশের উচ্চ প্রশংসা করেছেন। তিনি দাবি করেছেন, উচ্চ শিক্ষা গ্রহণকারী ব্যক্তিদের সংখ্যায় ভারতের মধ্যে অনেক এগিয়ে রয়েছে তামিলনাড়ু। তামিলনাড়ুর উচ্চশিক্ষা মন্ত্রী কে পোনমুডিও বলেছেন, উচ্চশিক্ষায় তাঁদের রাজ্য এক নম্বরে রয়েছে। আন্না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের শুধু চাকরি নেওয়া নয়, অন্যদেরও চাকরি দেওয়াও উচিত। ইঞ্জিনিয়ারদের উদ্যোগপতি হতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবিও। ১৯৭৮ সালে আন্না বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী সিএন আন্নাদুরাইয়ের নামে এই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছিল। তিরুনেলভেলি, মাদুরাই এবং কোয়েম্বাটোরে এই বিশ্ববিদ্যালয়ের মোট ৩ টি আঞ্চলিক ক্যাম্পাস রয়েছে। এছাড়া রাজ্য জুড়ে এই বিশ্ববিদ্যালয়ের আওতায় মোট ১৩ টি কনস্টিটুয়েন্ট কলেজ, এবং ৪৯৪ টি অনুমোদিত কলেজ রয়েছে।

Next Article