আহমেদাবাদ: “বিয়ের আর্থিক বৈভব দেখানোর বিষয় নয়। যদি অতিরিক্ত টাকা থাকে, তবে সন্তানের ভবিষ্যতের জন্য সেই টাকা সঞ্চয় করো”, এ কথা বলেই নবদম্পতিদের আশীর্বাদ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার গুজরাটের ভাবনগরে একটি গণবিবাহের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী, সেখানেই তিনি বিয়ের খরচ কমানোর পক্ষে সওয়াল করেন। নবদম্পতিদের উদ্দেশে তিনি বলেন, “বিয়েতে অতিরিক্ত খরচ না করে, সমাজের কল্য়াণে যেন সেই টাকা দান করা হয়।”
একটি প্রতিষ্ঠানের তরফে গুজরাটের ভাবনগরের জওহর ময়দানে ‘পাপা নি পরী’ নামে গণবিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে ৫৫১ জন যুবতী, যারা পিতৃহারা হয়েছেন, তাদের বিয়ে দেওয়া হয়। সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী মোদী বলেন, “আত্মীয়দের চাপে পড়ে আলাদা করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করার বদলে সেই টাকা সঞ্চয় করুন নিজের সন্তানদের জন্য।”
Gujarat | Prime Minister Narendra Modi attends mass wedding ceremony – ‘Papa Ni Pari’ Lagnotsav 2022, in Bhavnagar https://t.co/Bwt1tD7FMw pic.twitter.com/4tjrf6Q9iy
— ANI (@ANI) November 6, 2022
প্রধানমন্ত্রী বলেন, “গুজরাট ধীরে ধীরে গণবিবাহের রীতি গ্রহণ করছে। আগে বিয়ের অনুষ্ঠানে আর্থিক বৈভব দেখানোর জন্য সাধারণ মানুষ ধারদেনা করতেন। কিন্তু বর্তমানে মানুষ সতর্ক হয়েছেন। গণবিবাহের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন অনেকে।”
গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীনও তিনি গণবিবাহের অনুষ্ঠানে যোগ দিতেন বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “এই মহান উদ্যোগকে আমি তখনও সমর্থন করতাম এবং অন্যদেরও অনুপ্রাণিত করার কথা বলতাম। সেই সময় আমি নবদম্পতিদের যে উপদেগ দিতাম, তা আবারও বলছি। অনেক সময়ই আত্মীয়দের চাপে পড়ে নবদম্পতিরা বিয়ের পড়ে জাঁকজমক করে অনুষ্ঠানের আয়োজন করেন। দয়া করে এটা করবেন না। যদি আপনার কাছে অতিরিক্ত টাকা থাকে, তবে নিজেদের সন্তানের ভবিষ্যতের জন্য তা সঞ্চয় করুন।”
নবদম্পতিদের আশীর্বাদ করে প্রধানমন্ত্রী তাদের যথাসম্ভব সমাজের কল্য়াণে সাহায্য করার পরামর্শ দেন। খাবার নষ্ট না করে, প্ল্যাস্টিকের বর্জ্য থেকে রান্নাঘরের সবজির খোসার মতো বর্জ্য আলাদা রাখার মতো ছোট ছোট কাজ করেই সমাজ ও পরিবেশকে রক্ষার কাজে হাত লাগানোর অনুরোধ করেন তিনি।
উল্লেখ্য, চলতি বছরের ডিসেম্বর মাসেই গুজরাটে বিধানসভা নির্বাচন। তার আগেই রাজ্যে নির্বাচনী প্রচার চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।