ঝমঝমিয়ে বৃষ্টি, অনুষ্ঠান থামালেন না প্রধানমন্ত্রী, অন্নদাতাদের জন্য ভাঙলেন প্রোটোকলও

ঈপ্সা চ্যাটার্জী |

Aug 12, 2024 | 12:51 PM

PM Narendra Modi: অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কৃষিকাজে গবেষণা ও উদ্ভাবনের উপরে বিশেষ জোর দেন। লাল বাহাদুর শাস্ত্রীর 'জয় জওয়ান, জয় কিসান' এবং অটল বিহারী বাজপেয়ীজি তাতে 'জয় বিজ্ঞান' স্লোগান যোগ করেছিলেন, তার উদাহরণ দিয়েই তিনি বলেন যে 'জয় অনুসন্ধান' শব্দটি যোগ করেছেন। 

ঝমঝমিয়ে বৃষ্টি, অনুষ্ঠান থামালেন না প্রধানমন্ত্রী, অন্নদাতাদের জন্য ভাঙলেন প্রোটোকলও
কৃষকদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী মোদী।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: অন্নদাতাদের জন্য প্রোটোকল ভাঙলেন প্রধানমন্ত্রী মোদী। রবিবার কৃষকদের সঙ্গে মুখোমুখি হন প্রধানমন্ত্রী। মাঠে নেমে কথা বলছিলেন শস্যবীজ ও চাষের পদ্ধতি নিয়ে, হঠাৎ ঝমঝমিয়ে নামল বৃষ্টি। আধিকারিকরা অনুষ্ঠান বাতিল করার কথা বললেও, নারাজ প্রধানমন্ত্রী। বৃষ্টি মাথায় করেই তিনি কথা বললেন দেশের অন্নদাতাদের সঙ্গে।

রবিবার পুসা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। ১০৯ জাতের ৬১টি শস্য চাষের সূচনা করেন তিনি। একইসঙ্গে ফসল চাষ নিয়ে কৃষকদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের মাঝেই বৃষ্টি নামলেও কথাবার্তা থামাননি প্রধানমন্ত্রী। বরং নিরাপত্তারক্ষীরা তাঁর জন্য ছাতা আনলে, তিনি সেই ছাতা নিজেই ধরতে চান। কৃষকদেরও মাথায় ছাতা ধরতে চান তিনি। যা প্রধানমন্ত্রীর সম্পূর্ণ প্রোটোকল বিরুদ্ধ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কৃষিকাজে গবেষণা ও উদ্ভাবনের উপরে বিশেষ জোর দেন। লাল বাহাদুর শাস্ত্রীর ‘জয় জওয়ান, জয় কিসান’ এবং অটল বিহারী বাজপেয়ীজি তাতে ‘জয় বিজ্ঞান’ স্লোগান যোগ করেছিলেন, তার উদাহরণ দিয়েই তিনি বলেন যে ‘জয় অনুসন্ধান’ শব্দটি যোগ করেছেন।

প্রাকৃতিক কৃষিকাজের উপরে জোর দিয়ে প্রধানমন্ত্রী কৃষকদের পরামর্শ দেন যে তারা যেন জমির একটি ছোট অংশেই পরীক্ষামূলকভাবে চাষ করে দেখেন।

কৃষকদের তিনি আশ্বস্ত করে বলেন, “সরকারের তৃতীয় দফায় তিনগুণ গতিতে কাজ হচ্ছে। সম্প্রতি কৃষকদের জন্য বিভিন্ন উদ্যোগই তার প্রমাণ।”

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

 

Next Article