PM Narendra Modi: স্বাধীনতা দিবসের প্রাক্কালে টুইটার হ্যান্ডেলের প্রোফাইল ছবি বদল প্রধানমন্ত্রীর, রাখলেন দেশবাসীর কাছে বিশেষ আবেদন

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Aug 13, 2023 | 11:00 PM

Har Ghar Teranga: গোটা দেশ স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপন করতে চলেছে। তাই এই অমৃতকালে টুইটার হ্যান্ডেলে নিজের প্রোফাইল ছবি বদলে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

PM Narendra Modi: স্বাধীনতা দিবসের প্রাক্কালে টুইটার হ্যান্ডেলের প্রোফাইল ছবি বদল প্রধানমন্ত্রীর, রাখলেন দেশবাসীর কাছে বিশেষ আবেদন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি।

Follow Us

নয়া দিল্লি: মঙ্গলবার দেশের ৭৬ তম স্বাধীনতা দিবস (Independence Day)। গোটা দেশ স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপন করতে চলেছে। তাই এই অমৃতকালে টুইটার হ্যান্ডেলে নিজের প্রোফাইল ছবি বদলে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তিনি তাঁর টুইটার হ্যান্ডেলের প্রোফাইলে তেরঙা লাগিয়েছেন। মূলত, ‘হর ঘর তেরঙা’ কর্মসূচি প্রচারের উদ্দেশ্যেই নিজের প্রোফাইল ছবি বদলে তেরঙা লাগিয়েছেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা দিবসের একদিন আগে রবিবারই প্রোফাইল ছবিতে (DP) এই বদল আনলেন তিনি। নিজে প্রোফাইল ছবি বদলের পাশাপাশি দেশবাসীকেও সোশ্যাল মিডিয়ায় তাঁদের প্রোফাইল ছবি বদল করে তেরঙা লাগানোর আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

টুইটারে ঠিক কী আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী?

এদিন টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রতিটি মানুষের কাছে সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল ছবি তেরঙা লাগানোর আবেদন জানিয়ে লিখেছেন, “হর ঘর তেরঙা কর্মসূচির ভাবনাকে বাস্তবায়িত করতে আসুন আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলির ডিপি পরিবর্তন করি। হর ঘর তেরঙা-র এই অনন্য প্রচেষ্টাকে আমরা সমর্থন করি, যা আমাদের প্রিয় দেশের সঙ্গে আমাদের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।”

দেশবাসীকে www.harghartiranga.com থেকে তেরঙার ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ টুইটার হ্যান্ডেলে তাঁদের প্রোফাইল ছবি বদল করে তেরঙা লাগিয়েছেন।

প্রসঙ্গত, গত বছরও ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন একইভাবে হর ঘর তেরঙা কর্মসূচির উপর জোর দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Next Article